নামরূপ রিপ্লেসমেন্ট পাওয়ার প্ৰোজেক্ট(এনআরপিপি)ফেইজ-১ প্ৰকল্পটি জোর ধাক্কা খেলো সোমবার রাতে স্টিম টারবাইন জেনারেটর বিল্ডিঙের দোতলাটি আচমকা ধসে পড়ায়। প্ৰকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১২তে। বিল্ডিংটি ধসে পড়ায় ৮-১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ঘটনাটি দিনের বেলায় ঘটলে অনেক প্ৰাণহানি হতো। নির্মাণ কোম্পানি এমটিপিএস এবং বিএইচইএল-এর কাছে ঘটনার কারণ জানতে চাইলে তারা কোনও জবাব দিতে পারেনি। ২০০৯ সালে এই প্ৰকল্পের শিলান্যাস করেছিলেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ।
নামরূপ রিপ্লেসমেন্ট পাওয়ার প্ৰোজেক্টের বিল্ডি ধসে কোটি টাকার ক্ষতি

Next Story