গুয়াহাটিঃ অসমের পর্যটকরা এবার কেরল সফরের ভাবনা তাকে তুলেছেন।কারণ মারণ রোগ নিপার প্ৰাদুর্ভাব। জুন-আগস্ট কেরল ভ্ৰমণের উত্তম সময়। ফিবছরই রাজ্যের প্ৰচুর মানুষ এসময়ে কেরল যান। মাছখোয়ার তনবীর আহমেদ কেরলে সফর বাতিল করছেন। শহরের বাসিন্দা রাজেশ পিল্লাই কেরল যাচ্ছেন না। নিপার আতঙ্কে।
Begin typing your search above and press return to search.