নিমাতি-মাজুলির মধ্যে চলাচলকারী ফেরিগুলি পরীক্ষা করার নির্দেশ

নিমাতি-মাজুলির মধ্যে চলাচলকারী ফেরিগুলি পরীক্ষা করার নির্দেশ
Published on

যোরহাটঃ যোরহাট জেলা প্ৰশাসন নিমাতিঘাট ও মাজুলির মধ্যে ফেরি চলাচলে কঠোর সতর্কতা অবলম্বন করতে এবং সব যাত্ৰী ও পণ্যবাহী মোটর বোটগুলি পরীক্ষা করে চালানোর নির্দেশ দিয়েছে। গুয়াহাটিতে বুধবার যান্ত্ৰিক ফেরি নৌকো ডুবির ঘটনার পরই ওই নির্দেশ দেওয়া হয়,এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে। যোরহাটের জেলাশাসক নারায়ণ কোঁয়র বৃহস্পতিবার ওই নির্দেশ দেন। নিমাতিঘাট এশিয়ার মধ্যে একটা ব্যস্ততম নদী বন্দর। এই বন্দরে ৬৬টি ফেরি সেবার ব্যবস্থা রয়েছে। ৫৪টি মোটর বোট এবং ২২টি যন্ত্ৰচালিত দেশী নৌকো রোজ এই বন্দর থেকে মাজুলি নদী দ্বীপ জেলার মধ্যে চলাচল করে। তাই প্ৰতিটি জলযান ছাড়ার আগে সেগুলি পরীক্ষা করে দেখা প্ৰয়োজন-বলেছে সরকারি সূত্ৰটি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com