
নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মীরের পুলওয়ামায় নিহত হল ছয় জঙ্গি। এদের মধ্যে রয়েছে উপত্যকার ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি জাকির মুসার সঙ্গীও। এর ফলে জঙ্গি দমনে নিরাপত্তাবাহিনী বেশ বড়োসড়ো সাফল্য পেল বলে মনে করা হচ্ছে।দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার আরমপুরা গ্রামে শনিবার সকাল থেকে সংঘর্ষ শুরু হয় নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে। গোয়েন্দা সূত্রে খবর পেয়েই জঙ্গিদের গোপন ডেরায় হানা দেয় জওয়ানরা।
প্রাক্তন হিজবুল কম্যান্ডার জাকির মুসা বর্তমানে আনসার-গজওয়াত-উল-হিন্দ জঙ্গি সংগঠনটির প্রধান। এই সংগঠনের সঙ্গে আল কায়দার সরাসরি যোগাযোগ রয়েছে। নিরাপত্তাবাহিনীর নজরে থাকা জঙ্গিদের মধ্যে একদম ওপরেই স্থান রয়েছে মুসার।নভেম্বরে পঞ্জাবে অমৃতসরের কাছে ফিরোজপুরে দেখা গিয়েছিল মুসা-সহ সাত জঙ্গিকে। তার পরেই পঞ্জাব জুড়ে চরম সতর্কতা জারি করা হয়। মুসার সংগঠনের সঙ্গে যুক্ত দুই জঙ্গিকেও নভেম্বরে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ।