নির্বাচনকে গুরুত্ব সহকারে নিতে যুবকদের প্ৰতি আহ্বান কামরূপ জেলাশাসকের

গুয়াহাটিঃ ভোটাধিকার প্ৰয়োগের দায়িত্ববোধ সম্পর্কে গণ সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে কামরূপের জেলাশাসক গুয়াহাটির বিভিন্ন স্থানে সচেতনতা শিবির আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে তরুণ প্ৰজন্মকে তাদের ভোটাধিকার প্ৰয়োগে আত্মসচেতন হওয়ার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
জেলাশাসক বিশ্বজিৎ পেগু বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। এই সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন বিভাগের ডেপুটি সেক্ৰেটারি পঙ্কজ চক্ৰবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন জেবি ল কলেজ,বি বরুয়া কলেজ,কটন বিশ্ববিদ্যালয়,আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ,প্ৰাগজ্যোতিষ কলেজ,গুয়াহাটি মেডিক্যাল কলেজ,গুয়াহাটি কমার্স কলেজ ও আর্য বিদ্যাপীঠ কলেজের ছাত্ৰ প্ৰতিনিধিরা।
অনুষ্ঠানে জেলাশাসক ভোটাধিকার প্ৰয়োগের গুরুত্ব এবং সঠিক নেতা নির্বাচন কি ভাবে গোটা দেশের ওপর প্ৰভাব ফেলে যে সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরেন। ‘প্ৰত্যেক ভোটারেরই ভোটাধিকার প্ৰয়োগের সু্যোগকে কাজে লাগানো উচিত। নির্বাচনের দিনটাকে ছুটির দিন ভেবে হেলা ফেলা করা ঠিক নয়। যদি সঠিক ও যোগ্য নেতা নির্বাচন করা যায় তাহলে যে কোনও ধরনের আভিযোগের নিষ্পত্তি ঘটানো যেতে পারে’। তিনি আরও বলেন,ভোটদানের গুরুত্ব সম্পর্কে ছাত্ৰদের বোঝাতে প্ৰতিটি কলেজে একজন করে অ্যাম্বাসেডর নিয়োগ করা হবে।
ডিসি জানান,এবছর কোনও ভোটার স্লিপের ব্যবস্থা থাকছে না। যদি কোনও নতুন ভোটার নিজের ভোটার কার্ড না পেয়ে থাকেন তাহলে তাদের উদ্বিগ্ন বা আতঙ্কগ্ৰস্ত হওয়ার কারণ নেই। তাদের পরিচয় প্ৰতিষ্ঠার জন্য ১১টি বিকল্প ব্যবস্থা থাকছে।
সাংবাদিক বৈঠকে পঙ্কজ চক্ৰবর্তী বলেন,ভোটাধিকার প্ৰয়োগ নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আগামি ১১ মার্চ সকাল ৭-৩০ মিনিটে লতাশিল মাঠ থেকে একটি ‘রান ফর ভোট রেলি’ বের করা হবে। ভোটাধিকার প্ৰয়োগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য ১৭ মার্চ আমরা একটি সচেতনতা কুইজ-এর আয়োজন করছি। এই কর্মসূচিতে একাদশ ও দ্বাদশ শ্ৰেণি সহ সব জেলা থেকে ছাত্ৰছাত্ৰীরা অংশ নিতে পারবে। কুইজে বিজয়ী প্ৰথম প্ৰার্থীকে নগদ ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে ক্ৰমে ১৫ ও ১০ হাজার টাকা দিয়ে পুরষ্কৃত করা হবে-জানান চক্ৰবর্তী।