মঙ্গলদৈঃ আসন্ন লোকসভা নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট বলবৎ হলে নির্বাচন কমিশনের রাজ্যে মদ পুরোপুরি নিষিদ্ধ করা উচিত। বৃহত্তর স্বার্থে একটা সুস্থ পরিবেশ বজায় রাখা এবং সাম্প্ৰতিক বিষ মদ কাণ্ডের প্ৰেক্ষিতে পুরো নির্বাচনী প্ৰক্ৰিয়া পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যেই এটা প্ৰয়োজন। মঙ্গলদৈ মিডিয়া সার্কেল(এমএমসি)নির্বাচন কমিশনের কাছে এই গুরুত্বপূর্ণ আর্জি জানিয়েছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশে লেখা এক স্মারকপথে এমএমসি-র সেক্ৰেটারি ময়ূখ গোস্বামী এবং উপদেষ্টা ভার্গব কুমার দাস মডেল কোড অফ কন্ডাক্ট বহাল থাকার সময় রাজ্যে পুরোপুরি ড্ৰাই ডে ঘোষণা করার আর্জি জানিয়েছেন কমিশনকে। ওই স্মারকপত্ৰে তাঁরা বলেছেন,এমনটা হলে বিশ্বের বৃহত্তম গণতান্ত্ৰিক দেশের ভোটাররা একটা অবাধ ও পরিচ্ছন্ন পরিবেশে নিজেদের ভোটাধিকার প্ৰয়োগের সু্যোগ পাবেন। স্মারকপত্ৰে আরও উল্লেখ করা হয়েছে যে সমাজে এমন কিছু অশুভ শক্তি রয়েছে যারা নিজেদের স্বার্থে দূরদূরান্ত থেকে আসা গ্ৰামের নিরক্ষর ভোটারদের চোলাই মদের টোপ দিয়ে তাদের মন পাল্টানোর চেষ্টা করতে পারে।
‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্ৰিক দেশের নাগরিক হিসেবে আমরা নিজেদের গর্বিত বোধ করি। তাই নির্বাচনের সময় একটা সুস্থ সুন্দর পরিবেশ জিইয়ে রাখার তাগিদে আমাদেরও করণীয় রয়েছে। প্ৰতিজন ভোটার কোনও চাপের মুখে নতি স্বীকার না করে যাতে অবাধে নিজের পছন্দের প্ৰার্থীকে ভোট দিতে পারেন তর জন্য একটা পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির এটাই চূড়ান্ত সময় বলে এমএমসি মনে করে।
সম্প্ৰতি রাজ্যের গোলাঘাট ও যোরহাট জেলায় বিষাক্ত চোলাই খেয়ে ১৫০ জনের বেশি লোকের মৃত্যুর ঘটনার কথাও তাঁরা স্মারকলিপিতে উল্লেখ করেছেন। সেইহেতু এমএমসি নির্বাচনী আচরণ বিধি বলবৎ হওয়ার সময় থেকে রাজ্যে মদ পুরোপুরি নিষিদ্ধ করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে।