
সারা দেশে লোকসভা নির্বাচনের ভোট গণনায় এনডিএ তাদের প্ৰতিপক্ষের চেয়ে এগিয়ে রয়েছে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ভোটে এনডিএ-র এই অগ্ৰগতিতে সন্তোষ প্ৰকাশ করে এক টুইটে বলেছেন ‘ভারত আবার জয়ী হচ্ছে’। এখানে উল্লেখ করা যেতে পারে যে গণনায় বিজেপি ৩৪৫টি আসনে এগিয়ে রয়েছে।
মোদি টুইট করে বলেছেন-
सबका साथ + सबका विकास + सबका विश्वास = विजयी भारत
Together we grow.
Together we prosper.
Together we will build a strong and inclusive India.
India wins yet again! #VijayiBharat
— Chowkidar Narendra Modi (@narendramodi) May 23, 2019
চূড়ান্ত ফলাফল ঘোষণা এখনও বাকি আছে যদিও তবে গণনার যে ধারা দেখা যাচ্ছে তাতে মোদির নেতৃত্বাধীন বিজেপির জয়ের সম্ভাবনা অনেকটাই স্পষ্ট।