Begin typing your search above and press return to search.

নির্বাচনে বিজেপি-র সঙ্গে জোট গড়া নিয়ে অগপ-র সুর নরম,সিদ্ধান্ত শীঘ্ৰই

নির্বাচনে বিজেপি-র সঙ্গে জোট গড়া নিয়ে অগপ-র সুর নরম,সিদ্ধান্ত শীঘ্ৰই

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 March 2019 12:45 PM GMT

গুয়াহাটিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ইস্যু নিয়ে গোটা অসমে যখন প্ৰতিবাদের ঝড় উঠেছিল ওই সময় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছিল অসম গণ পরিষদ(অগপ)দল। বিতর্কিত বিলটি লোকসভায় পাস হলেও অসম ও উত্তর পূর্বাঞ্চলে আন্দোলনের জেরে ওই বিল রাজ্যসভায় উত্থাপন করা থেকে বিরত থাকে কেন্দ্ৰের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। বিলটি রাজ্যসভায় না ওঠায় অসম ও উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি ক্ৰমে ঝিমিয়ে আসে। এদিকে লোকসভার নির্বাচন দোরগড়ায়। অগপ নির্বাচনে ফের বিজেপি-র সঙ্গে জোট বেঁধে লড়ার ব্যাপারে এখন একটা নরম অবস্থান নিয়েছে।

এদিকে বিজেপি-র কেন্দ্ৰীয় নেতৃত্ব লোকসভা নির্বাচনে আঞ্চলিক দল অগপ-র সঙ্গে জোট বেঁধে লড়বে কিনা সে ব্যাপারে দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য,নাগরিকত্ব বিলের প্ৰতিবাদে অগপ গত ডিসেম্বরে জোট ভেঙে মন্ত্ৰিসভা থেকে বেরিয়ে এসেছিল। আসন্ন লোকসভা নির্বাচনে অগপ ফের গেরুয়া দলের সঙ্গে আঁতাত করা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি। তবে লোকসভা ভোটে কংগ্ৰেসকে হারানোর উদ্দেশ্য নিয়ে বিজেপির সঙ্গে ফের সম্ভাব্য জোট গড়ার বিষয়ে অগপ শিবিরে চিন্তাভাবনা চলছে। কংগ্ৰেস বিরোধী ভোটগুলি ইনট্যাক্ট রাখাও আঞ্চলিক দলটির উদ্দেশ্য। সূত্ৰটি দ্য সেন্টিনেলকে বলেছে,আসন্ন লোকসভা নির্বাচনে বরপেটা ও কলিয়াবর আসন অগপকে ছেড়ে দেওয়ার প্ৰস্তাব ইতিমধ্যেই দিয়েছে বিজেপি। সূত্ৰটি আরও বলেছে,এব্যাপারে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা এবং উত্তর পূর্বের দায়িত্বে থাকা অন্যান্য কেন্দ্ৰীয় নেতাদের সঙ্গে চুলচেরা আলোচনার পরই অগপ-র সঙ্গে জোট গড়া নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করা হচ্ছে খুবই শিগগিরই একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাবে।

সূত্ৰটি বলেছে,অসমের রাজ্যসভা আসনের নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি আঞ্চলিক দলের সঙ্গে জোট বাঁধতে আগ্ৰহী। এবছরই অসমের রাজ্যসভা আসনের নির্বাচনও অনুষ্ঠিত হবে। অগপ-র সঙ্গে জোট না হলে শাসক দল বিজেপি-র পক্ষে রাজ্যসভার দুটো আসনে জেতা সম্ভব হবে না। এদিকে অগপও চাইছে তাদের একজন বরিষ্ঠ নেতাকে রাজ্যসভার প্ৰার্থী করতে।

অগপ সভাপতি অতুল বরা বলেছেন,তাঁর দল এবিষয়ের গভীরে আলোচনা করছে এবং আসন্ন নির্বাচনী লড়াইয়ে সাফল্যের সঙ্গে উতরোতে ছক প্ৰস্তুত করার চেষ্টা করছে। তিনি বলেন,বৃহস্পতিবার বরপেটায় দলের এক বৈঠকে তৃণমূল পর্যায়ের নেতারা কি চান তা নিয়েও আলোচনা হয়েছে।

বরিষ্ঠ অগপ নেতা এবং বিধায়ক রমেন্দ্ৰ নারায়ণ কলিতা বলেন,কংগ্ৰেস হচ্ছে তাদের মূল শত্ৰু। তাই এধরনের জাতীয় দলের সঙ্গে কোনও পরিস্থিতিতেই আঁতাত করার প্ৰশ্নই উঠে না।

Next Story
সংবাদ শিরোনাম