Begin typing your search above and press return to search.
নির্বাচন ২০১৯: ৯.৩২ কোটি টাকা বাজেয়াপ্ত

গুয়াহাটিঃ আগামি ১১ এপ্ৰিল থেকে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের সময় টাকার সম্ভাব্য অপব্যবহারের বিরুদ্ধে রাজ্যে অভি্যান চালিয়ে আয়কর,নির্বাচন বিভাগ ও বিভিন্ন জেলা প্ৰশাসনের কর্মীরা এপর্যন্ত ৯.৩২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন। এছাড়াও ১.৪২ লিটার মদ এপর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে।
রাজ্যে নির্বাচনে ভোটার কিনতে ব্যাপক হারে নগদ অর্থ ও মদ বিলোতে হতে পারে বলে অভিযোগ করা হয়েছিল।
পুরো নির্বাচনী প্ৰক্ৰিয়া শেষ হতে আরও অনেক সময় বাকি রয়েছে। তাই পরবর্তী সময়ে আরও নগদ অর্থ ও মদ বাজেয়াপ্ত হতে পারে বলে আঁচ করা হচ্ছে।
Next Story