নুমলিগড় শোধনাগার সম্প্ৰসারণে ২২,৫৯৪ কোটি টাকা বরাদ্দের কথা বিবেচনা করছে কেন্দ্ৰ

গুয়াহাটিঃ কেন্দ্ৰীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের তেল উদ্যোগের জন্য ২২,০০০ কোটি টাকা বরাদ্দের বিষয়টি এবং সেইসঙ্গে নুমলিগড় শোধনাগার সম্প্ৰসারণ পরিকল্পনার কথা গভীরভাবে চিন্তাভাবনা করছে। যদি এটা বাস্তবায়িত হয় তাহলে উত্তর পূর্বাঞ্চলে তেল উদ্যোগের ক্ষেত্ৰে এটা একটা বৃহত্তম বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে।
’২২,৫৯৪ কোটি টাকার সম্প্ৰসারণটি প্ৰস্তাবটি বর্তমানে কেন্দ্ৰীয় পেট্ৰোলিয়াম ও প্ৰাকৃতিক গ্যাস মন্ত্ৰক সক্ৰিয়ভাবে বিবেচনা করছে। এই প্ৰকল্পটি অনুমোদন পেলে আমরা আশা করছি গোটা উদ্যোগটির ক্ষেত্ৰে এক আমূল পরিবর্তন ঘটবে। এটা হবে তেল শিল্পে একটা বড় ধরনের বিনিয়োগ এবং এরফলে উত্তর পূর্বাঞ্চলে তেল উদ্যোগ চাঙ্গা হয়ে উঠবে’-নুমলিগড় শোধনাগার লিমিটেডের ২০১৭-১৮-র বার্ষিক প্ৰতিবেদন অনু্যায়ী,প্ৰকল্পে অন্তর্ভুক্ত হবে দুটো ক্ৰশ কান্ট্ৰি পাইপলাইন। এরমধ্যে একটি হবে ওড়িশার পারাদ্বীপ থেকে অসমের নুমলিগড় শোধনাগার পর্যন্ত বার্ষিক ৮ মিলিয়ন ক্ষমতাসম্পন্ন আমদানিকৃত অশোধিত তেল পরিবহণের জন্য ১৩৯৮ কিমি দীর্ঘ অশোধিত তেলের পাইপলাইন। অন্যটি হচ্ছে নুমলিগড় থেকে শিলিগুড়ি পর্যন্ত উৎপাদিত সামগ্ৰী পাঠানোর জন্য ৬৫০কিমি দীর্ঘ এবং ৬ এমএমটিপিএ ক্ষমতার প্ৰোডাক্ট পাইপলাইন।