গুয়াহাটিঃ রাজ্যের হস্ততাঁত,বস্ত্ৰশিল্প ও রেশম দপ্তরের মন্ত্ৰী রঞ্জিৎ দত্ত বুধবার গুয়াহাটির নেডফি হাউসে সিল্ক মার্ক এক্সপো উদ্বোধন করেন। সিল্ক মার্ক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এই এক্সপোর আয়োজন করেছে। উদ্বোধনী ভাষণে দত্ত বলেন,এড়ি এবং মুগা সিল্কের বিকাশে রাজ্য সরকার বেশ কিছু ব্যবস্থা হাতে নিয়েছে। মন্ত্ৰী দত্ত আরও বলেন,মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল আগামি ১৫ সেপ্টেম্বর একটি সুতো ব্যাংক উদ্বোধন করবেন। রাজ্যের ৫০০০ তাঁতিকে উপকৃত করার লক্ষ্যেই খোলা হচ্ছে এই সুতো ব্যাংক। তিনি আরও বলেন,২০ শতাংশ ভরতুকিতে তাঁতিদের সুতো বিক্ৰি করা হবে। গ্ৰামাঞ্চলে সুতো বিতরণের জন্য ভ্ৰাম্যমাণ সুতো ইউনিট স্থাপন করা হয়েছে।
নেডফি হাউসে সিল্ক মার্ক এক্সপোর উদ্বোধন করলেন মন্ত্ৰী রঞ্জিৎ দত্ত

Next Story