জালিয়তির মাধ্যমে বার্ন কেয়ার ইউনিটের নামে অযৌক্তিকভাবে দামি যন্ত্ৰ কিনে নর্থ ইস্টার্ন কাউন্সিলের(এনইসি)তহবিল অপব্যবহার করার অভিযোগে সিবিআই নেমকেয়ার হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ড. হিতেশ বরুয়া ও এনইসি-র প্ৰাক্তন উপদেষ্টা(স্বাস্থ্য)এন জে শর্মার বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে।
নেমকেয়ার হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে কেস নথিভুক্ত করল সিবিআই

Next Story