Begin typing your search above and press return to search.

নেহরু আত্মকেন্দ্ৰিক না হলে ভারত বিভাজন হতো নাঃ দলাই লামা

নেহরু আত্মকেন্দ্ৰিক না হলে ভারত বিভাজন হতো নাঃ দলাই লামা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 Aug 2018 4:27 PM GMT

পানাজিঃ জওহরলাল নেহরু যদি আত্মকেন্দ্ৰিক না হতেন তাহলে ভারত ও পাকিস্তান আজও একটাই দেশ থাকতো। তিব্বতের ধর্মীয় নেতা দলাই লামা বুধবার এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন,নেহরুজি অভিজ্ঞতাপুষ্ট হলেও ভুল এর মধ্যেই হয়ে গেছে।

‘মহাত্মা গান্ধী প্ৰধানমন্ত্ৰিত্ব দিতে চেয়েছিলেন(মহম্মদ আলি)জিন্নাকে। কিন্তু বাধ সাধেন নেহরু। তিনি ছিলেন আত্মকেন্দ্ৰিক’। তিনি বলেছিলেন ‘আমিই প্ৰধানমন্ত্ৰী হতে আগ্ৰহী’। ভারত ও পাকিস্তান সম্মিলিতভাবেই থাকতো যদি ওই সময় জিন্নাকে প্ৰধানমন্ত্ৰী করা হতো।

‘পণ্ডিত নেহরু ছিলেন অত্যন্ত অভিজ্ঞতালব্ধ,কিন্তু ভুল এরই মধ্যে হয়ে গেছে’-পানাজি থেকে প্ৰায় ৩০ কিলোমিটার দূরে উত্তর গোয়ার সানকুইলিম গ্ৰামে গোয়া ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্ৰদের সঙ্গে মতবিনিময়কালে এক প্ৰশ্নের জবাবে একথা বলেন দলাই লামা। একজন ছাত্ৰ তিব্বতি ধর্মগুরুর কাছে নেহরু সম্পর্কে জানতে চাইলে দলাইলামা কথাগুলি বলেন। তিনি বলেন,ভারতের সংস্কৃতি,পরম্পরা ও জ্ঞানের শিকড় গভীরে প্ৰোথিত। অহিংসাই হচ্ছে ভারতের পরম্পরাগত ঐতিহ্য। তাছাড়া ধ্যান,ধৈর্য ও ধর্মনিরপেক্ষতা সহ অনেক মহৎ ভাবনা ও পরম্পরা ভারতকে মহীয়ান করেছে-বলেন দলাই লামা।

ব্ৰিটিশরা আধুনিক ধাঁচের শিক্ষা ব্যবস্থার বীজ বপন করার কথা অকপটে স্বীকার করে দলাই লামা বলেন,ভারতই সম্ভবত একমাত্ৰ দেশ যারা পরম্পরাগত জ্ঞান ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঠিক ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন,আমাদের মধ্যে বিভেদ,বিরোধের অবসানে আরও যত্নশীল হতে হবে।

Next Story
সংবাদ শিরোনাম