Begin typing your search above and press return to search.

ন্যস্ত স্বার্থান্বেষীরা উন্নয়নের কাজে বাগড়া দেওয়ার চেষ্টা করছেঃ সোনোয়াল

ন্যস্ত স্বার্থান্বেষীরা উন্নয়নের কাজে বাগড়া দেওয়ার চেষ্টা করছেঃ সোনোয়াল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 Nov 2018 12:37 PM GMT

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল শুক্ৰবার বলেছেন কিছু ন্যস্ত স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁর সরকারের হাতে নেওয়া উন্নয়নমূলক কাজগুলিতে বাগড়া দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়,এই শক্তিগুলো রাজ্যের মানুষের প্ৰতি সরকারের প্ৰতিশ্ৰুতিগুলি সম্পর্কে ভুল তথ্য প্ৰচার করছে।

‘আমি এই মাটির সন্তান এবং অসমকে অগ্ৰগতির পথে এগিয়ে নিয়ে রাজ্যের মানুষই আমার উপর আস্থা রেখেছেন। আমিও মানুষের স্বার্থরক্ষায় প্ৰতিশ্ৰুতিবদ্ধ। তাই আমার ধ্যান ধারণা ও অভিপ্ৰায় সম্পর্কে মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করা কারো পক্ষেই উচিত হবে না’। শোণিতপুর জেলার রাঙাপাড়ায় শুক্ৰবার শ্ৰমিক কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে দৃঢ়তার সঙ্গে কথাগুলি বলেন মুখ্যমন্ত্ৰী।

চা সম্প্ৰদায়ের নেতা এবং সমাজকর্মী সন্তোষ কুমার তপ্নোর উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে ২০১৭ সাল থেকে তাঁর জন্মবার্ষিকীতে শ্ৰমিক কল্যাণ দিবস পালিত হয়ে আসছে।

সোনোয়াল বলেন,রাজ্যের মানুষের স্বার্থরক্ষায় তিনি সম্পূর্ণভাবে প্ৰতিশ্ৰুতিবদ্ধ। অসমের সংস্কৃতি,ভাষা,সাহিত্য,অসমিয়া মানুষের জমির অধিকার সুরক্ষায় চেষ্টায় কোনও ত্ৰুটি করবেন না বলে তিনি সাফ জানিয়ে দেন। রাজ্যে অবৈধ বিদেশি মুক্ত একটা নির্ভুল এনআরসি প্ৰস্তুত করার জন্য রাজ্য সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে চলেছে।

Next Story
সংবাদ শিরোনাম