পঞ্চম দফার প্ৰার্থী তালিকা প্ৰকাশ করল প্ৰদেশ কংগ্ৰেস

পঞ্চম দফার প্ৰার্থী তালিকা প্ৰকাশ করল প্ৰদেশ কংগ্ৰেস
Published on

গুয়াহাটিঃ অসমে লোকসভার ১৪টি আসনে নির্বাচনের জন্য রাজ্য কংগ্ৰেস তাদের পঞ্চম প্ৰার্থী তালিকা প্ৰকাশ করেছে। এই তালিকা অনু্যায়ী ডিফু(স্বশাসিত)সংরক্ষিত আসনে বীরেন সিং ইংতিকে দলের প্ৰার্থী করা হয়েছে। মঙ্গলদৈ লোকসভা কেন্দ্ৰে কংগ্ৰেসের হয়ে প্ৰতিদ্বন্দ্বিতা করছেন ভুবনেশ্বর কলিতা।

তেজপুর লোকসভা আসনে দলীয় প্ৰার্থী হলেন এমজিভিকে ভানু। নগাঁও কেন্দ্ৰে কংগ্ৰেস প্ৰার্থী হিসেবে প্ৰতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছেন প্ৰাক্তন মন্ত্ৰী প্ৰদ্যুৎ বরদলৈ। লখিমপুর লোকসভা কেন্দ্ৰে কংগ্ৰেস প্ৰার্থী হিসেবে লড়াইয়ে নামছেন অনিল বরগোঁহাই। এরআগে দলের তরফে প্ৰকাশিত তালিকা অনু্যায়ী ডিব্ৰুগড় কেন্দ্ৰে পবন সিং ঘাটয়ারকে প্ৰার্থী করা হয়েছে। যোরহাট লোকসভা কেন্দ্ৰে সুশান্ত বরগোঁহাই,কলিয়াবর কেন্দ্ৰে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈর তনয় গৌরব গগৈকে প্ৰার্থিত্ব দিয়েছে দল। এছাড়া শিলচরে সুস্মিতা দেব,করিমগঞ্জে সৌরভ দাসকে প্ৰার্থী করেছে দল।

গুয়াহাটি,বরপেটা,কোকরাঝাড় ও ধুবড়ি এই চারটি লোকসভা কেন্দ্ৰে দলের প্ৰার্থীদের নাম এখনও চূড়ান্ত করা বাকি আছে। এদিকে গুয়াহাটি কেন্দ্ৰে কাকে প্ৰার্থিত্ব দেওয়া হবে তা নিয়ে কংগ্ৰেস শিবির রীতিমতো হাবুডুবু খাচ্ছে বলে দলীয় সূত্ৰে জানা গিয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com