Begin typing your search above and press return to search.

পঞ্চায়েত নির্বাচনঃ অসমের গ্ৰামাঞ্চলে পদ্ম ফুলেরই জয়

পঞ্চায়েত নির্বাচনঃ অসমের গ্ৰামাঞ্চলে পদ্ম ফুলেরই জয়

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  14 Dec 2018 11:04 AM GMT

পঞ্চায়েত ভোট গণনায় শুক্ৰবার তৃতীয় দিনে পা রাখল। খবর লেখার সময় পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্ৰান্তে এখনও চলছে ভোট গণনা প্ৰক্ৰিয়া। রাজ্যিক নির্বাচন কমিশন তরফে ফলাফল প্ৰকাশে কিছুটা ঢিলেমি করা হচ্ছে যদিও বিভিন্ন মাধ্যম থেকে অনেকটা ফল উঠে আসছে। এই তথ্য অনু্যায়ী অসমের গ্ৰামে গঞ্জে পদ্ম ফুলেরই ঝড়। বরাক থেকে ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার বিভিন্ন এলাকায় শুধুই বিজেপি-র দখলে। বিরোধী দল হিসেবে কংগ্ৰেসও দ্বিতীয় স্থানে রয়েছে। জানা গেছে,এদিন সন্ধায় রাজ্যের নির্বাচন কমিশনার হরেন্দ্ৰনাথ বরা সম্ভবত আনুষ্ঠানিকভাবে অনেকটা নির্বাচনি তথ্য তুলে ধরবেন। কেননা আজ,শুক্ৰবার সন্ধায় তিনি সাংবাদিক সম্মেলন ডেকেছিল।

উল্লেখ্য, রাজস্থান,মধ্যপ্ৰদেশ,তেলেঙ্গানা,ছত্তিশগড় ও মিজোরামের সদ্য শেষ হওয়া আশাপ্ৰদ ফল করতে পারেনি শাসকদল বিজেপি। এই ফলের পরেও অবশ্যে সম্পূর্ণ স্বস্তি মেলেনি গেরুয়া শিবিরে। কারণ রাজ্যের ক্ষমতা দখলের পরেও কংগ্ৰেসের পাশাপাশি অসম গণ পরিষদ জোরালো প্ৰভাব প্ৰভাব ফেলেছে পঞ্চায়েতে। এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনি বিলকে কেন্দ্ৰ করে সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে এজিপি বেশ ভাল অঙ্কের আসন দখল করার চেষ্টা করেছিল। যদিও আঞ্চলিক দলটির আশায় জল ঢেলে দিল বিজেপি। অন্যদিকে,পঞ্চায়েত নির্বাচনে জেলা ভিত্তিতে বেশকয়েকটি স্থানের ফলাফল আমাদের হাতে পৌঁছেছে।

জানা গেছে,বরপেটার জেলা পরিষদের মোট ২৯টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৬টি,কংগ্ৰেস পেয়েছে ২২টি এবং বাকিটা অন্যান্যরা দখল করেছে। পাশাপাশি ওই জেলায় ১২৯টি পঞ্চায়েত সভাপতি পদের মধ্যে ২৫টি বিজেপি,৭১টি কংগ্ৰেস,৫টি অগপ,১৬টি এআইইউডিএফ,১টি সিপিএম এবং অন্যান্যরা দখল করেছেন ১১টি। আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে বিজেপি ২৯টি,কংগ্ৰেস ৭৬,অগপ ৬টি,এআইইউডিএফ ১২টি এবং অন্যান্যতে ৬ জন প্ৰার্থী জয়ী হয়েছে। জেলাটির মোট ১,২৯০টি পঞ্চায়েত সদস্য পদের মধ্যে বিজেপি ২৮৩,কংগ্ৰেস ৫৬৬টি,অগপ ১১২টি,এআইইউডিএফ ১৩২টি,সিপিএম ১৬টি এবং অন্যান্যরা লাভ করেছে ১৬৯টি।

উল্লেখ্য,জেলাটিতে ৬টি ওয়ার্ড মেম্বার পদে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে ধুবুড়ি জেলার মোট ২৪টি জেলা পরিষদের মধ্যে ২৮টিতে কংগ্ৰেস,৩টিতে এআইইউডিএফ এবং ১টিতে বিজেপি জয়ী হয়েছে। পঞ্চায়েত সভাপতি পদে কংগ্ৰেস ৫৯টি,বিজেপি ১৫টি,এআইইউডিএফ ২১ এবং অন্যান্য ২১ জন প্ৰার্থী জয়ী হয়েছেন। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের কংগ্ৰেস ১৬টি,বিজেপি ২১টি,এআইইউডিএফ ২৭টি এবং অন্যান্য ১২ টি আসন পেয়েছে। পঞ্চায়েত সদস্য পদে কংগ্ৰেসের ২২টি,বিজেপি ১৮৭টি,এআইইউডিএফ ১৭৪টি এবং অন্যান্য ১৮২টি আসন পেয়েছে। জানা গেছে,দক্ষিন শালমারা,মানকাচরে মোট ৫টি জেলা পরিষদের মধ্যে ৩টি এআইইউডিএফ-এর দখলে গেছে। এবং বাকি ২টো অগপ-র ঝুলিতে গেছে। উল্লেখ্য, রাজ্যে মোট ৪২০টি জেলা জেলা পরিষদের মধ্যে বিজেপি ২১৬টি,কংগ্ৰেস ১৩৪টি,অগপ ১৯টি,এআইইউডিএফ ২১টি আসন পাওয়ার খবর পাওয়া গেছে বলে জানা গেছে।

উল্লেখ্য,এখনও পর্যন্ত পঞ্চায়েত ভোটের সমস্ত ফল স্পষ্ট হয়নি। তবে যা ছবি তাতে মনে হচ্ছে পদ্ম ফুলের দখলেই অধিকাংশ। কোনও কোনও ব্লকে সাফল্যের হার ১০০ শতাংশ। কোন দল কত শতাংশ ভোট পেয়েছে তাও চূড়ান্তভাবে জানা যায়নি। তবে সর্বোত্ৰ কংগ্ৰেস দ্বিতীয়,কিন্তু শাসকের চেয়ে বহু দূরে। আরও দূরে অগপ এবং এআইইউডিএফ। অন্যদিকে তৃণমূল কংগ্ৰেসকে খুঁজতে হচ্ছে দূরবিন দিয়ে। সব মিলিয়ে ছবিটা যা দাঁড়াচ্ছে,অসমের গ্ৰামাঞ্চল এবার পুরদস্তুর মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল এবং অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার হাতে।

Next Story
সংবাদ শিরোনাম