পঞ্চায়েত নির্বাচনঃ বিজেপি–র দখলে ১৩টি জেলা পরিষদ

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ফলাফলের বিস্তৃত তথ্য আমাদের হাতে চলে এসেছে। রাজ্য নির্বাচন কমিশন তরফে প্ৰকাশ করা ফল অনুযায়ী,জেলা পরিষদ সদস্যের আসনের ক্ষেত্ৰে ক্ষমতাশীল দল বিজেপি ৫০.৫ শতাংশ আসন পেয়েছে। এর পরিবর্তে কংগ্ৰেস ৩৫ শতাংশ এবং এআইইউডিএফ দল ৬.২ শতাংশ আসন পেয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকারের শরিক দল অসম গণ পরিষদ(অগপ)একাই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে জেলা পরিষদ সদস্যের ক্ষেত্ৰে মাত্ৰ ৪.৫ শতাংশ আসন লাভ করেছে।
জেলা পরিষদ সদস্যের মোট ৪২০টি আসনের মধ্যে বিজেপি ২১২টি,কংগ্ৰেস ১৪৭টি,এআইইউডিএফ ২৬টি,অগপ ১৯টি এবং নির্দলীয় ১৬টি আসনে জয়ী হয়েছে। ফলাফল অনুযায়ী,২৬টি জেলার মধ্যে ১৩টি-তে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এছাড়া ৪টি-তে কংগ্ৰেস এবং দুটিতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। কিন্তু এক্ষেত্ৰে সফল হতে পারেনি অগপ।
জানাগেছে,তিনিসুকিয়া,ডিব্ৰুগড়,চরাইদেও,মাজুলি,গোলাঘাট,লক্ষিমপুর,বিশ্বনাথ,শোণিতপুর,কামরূপ(মহানগর),কামরূপ,নলবাড়ী এবং কাছাড় জেলায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। একই সঙ্গে যোরহাট,মরিগাঁও,বরপেটা ও ধুবুড়িতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে কংগ্ৰেস। অন্যদিকে,দক্ষিণ শালমারা-মানকাছর এবং হাইলাকান্দিতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে মওলানা বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন এআইইউডিএফ দল। এদিকে,পরিষদ গঠণ করার ক্ষেত্ৰে শিনসাগর,নগাঁও,বঙ্গাইগাঁও জেলায় বিজেপি-কে অগপ সহযোগিতার প্ৰয়োজন। বেশ কয়েকটি জেলা পরিষদ গঠন করার জন্য বিজেপি এবং কংগ্ৰেসকে নির্দল প্ৰার্থী সমর্থনের প্ৰয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে পঞ্চায়েত নির্বাচনি গণনা সম্পন্ন হওয়ার পরই এরজন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে। উল্লেখ্য,গ্ৰাম পঞ্চায়েত সদস্যের আসনের ক্ষেত্ৰে বিজেপি ৪১.০৪ শতাংশ,কংগ্ৰেস ৩২.৯১ শতাংশ,অগপ ৭.৬ শতাংশ এবং এআইইউডিএফ ৪.৬৫ শতাংশ আসন লাভ করেছে। গ্ৰাম পঞ্চায়েত সদস্যের মোট ২১,৯৯০টি আসনের মধ্যে বিজেপি ৯,০২৫টি,কংগ্ৰেস ৭,২৩৯টি,অগপ ১,৬৭৬টি,এআইইউডিএফ ১,০২৩টি এবং নির্দল ২,৭০৭টি আসন লাভ করেছে। পাশাপাশি সভাপতির ক্ষেত্ৰে বিজেপি ৪১.৪২ শতাংশ,কংগ্ৰেস ৩৪.৫৬ শতাংশ,অগপ ৬.২৩ শতাংশ এবং এআইইউডিএফ ৬ শতাংশ আসন পেয়েছে।
গ্ৰাম পঞ্চায়েত সভাপতি মোট ২,১৯৯টি আসনের মধ্যে ৯৯১টি বিজেপি,৭৬০টি কংগ্ৰেস,১৩৭টি অগপ,১৩২টি এআইইউডিএফ এবং ১৭৩টি নির্দল প্ৰার্থীরা আসন পেয়েছে। অন্যদিকে, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের ক্ষেত্ৰে বিজেপি ৪৬.৩৮ শতাংশ,কংগ্ৰেস ৩৫.১০ শতাংশ,অগপ ৫.৩২ শতাংশ এবং এআইইউডি এফ ৬.২৭ শতাংশ আসন লাভ করেছে। আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের মোট ২,১৯৯টি আসনের মধ্যে বিজেপি ১,০২০টি,কংগ্ৰেস ৭৭২টি,অগপ ১১৭টি,এআইইউডিএফ ১৩৮টি এবং নির্দল প্ৰার্থী ১৪২টি আসন লাভ করেছেন।