পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস জিতবেঃ রিপুন

পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস জিতবেঃ রিপুন
Published on

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে কংগ্রেস। নির্বাচনী ব্যর্থতায় সরকারে প্রকৃত রূপটা চলে এসেছে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার কংগ্রেস সংসদ রিপুন বরা।

এদিন প্রদেশ কংগ্রেসের সদর দফতর গুয়াহাটির রাজীব ভবনে সাংবাদিক বৈঠক ডেকে তিনি বলেন, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে অগপ -বিজেপিকে ভোট দিয়েছিলো অসমবাসী। কিন্তু ওই দু দলের মধ্যে এখন যেভাবে মতবিরোধ শুরু হয়েছে, তাতে মানুষ চিন্তিত। বলেন ওই দু দলের নাটক বন্ধ রাখা উচিত। এর পিরিবর্তে রাজ্যের উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানান রিপুন বরাউল্লেখ্য এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের পরিষদীয় দল যেতে দেবব্রত শইকিয়া, প্রাক্তন মন্ত্রী শরত শইকিয়া প্রমুখ।

অন্যদিকে এদিন প্ৰদেশ কংগ্ৰেসের সাধারণ সম্পাদক পঙ্কজ বরবরা জানান,ইতিমধ্যে সমাপ্ত হওয়া পঞ্চায়েত নইর্বাচনে,দলিয় প্ৰার্থিত্ব কেন্দ্ৰিক অনিয়ম নিয়ে তদন্তের পাশাপাশি এনিয়ে পদক্ষেপ গ্ৰহণের জন্য প্ৰদেশ কংগ্ৰেসের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন,প্ৰাক্তন সাংসদ বিষ্ণু প্ৰসাদ(সভাপতি),সদস্যরা হচ্ছেন-বলিন কুলি,শৈলেন বরা,পঙ্কজ বরবরা,অপূর্বকুমার ভট্টাচার্য,দুর্গা দাস বোড়ো,প্ৰদ্যুৎ ভুঁইয়া এবং রাজা দাস। আজ পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের পর গ্ৰহণ করা সিদ্ধান্ত অনু্যায়ী আগামি ২০ ডিসেম্বরের মধ্যে দলিয়ভাবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে যদি কোনও অভাব অভিযোগ থাকে তাহলে দাখিল করতে পারেন দলের নেতা কর্মীরা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com