পঞ্চায়েত নির্বাচনে গেরুয়ার শিবিরের দাপত

পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা অব্যাহত আছে। রাজ্যের প্ৰায় সমস্ত পঞ্চায়েত কেন্দ্ৰে এগিয়ে রয়েছে ক্ষমতারসীন বিজেপি দল। বিভিন্ন স্থানে ভোট গণনার সময় বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া গেছে। করিমগঞ্জ ও আমিনগাঁওয়ে বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্ৰণে পুলিশ লাঠি চালায়। অন্যদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনে একপ্ৰকার মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের প্ৰতি আস্থা অটুট রাখার দিকে অগ্ৰসর হচ্ছে অসমের গ্ৰামবাসী। বুধবার সকালে রাজ্যের ত্ৰিস্থর পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু হওয়ার পর থেকেই যেন দাপট দেখাতে শুরু করে গেরুয়া শিবির। ফলাফল চূড়ান্ত না হলেও গণনার যে প্ৰবণতা সামনে আসছে তাতে অধিকাংশ জেলা পরিষদ,আঞ্চলিক পঞ্চায়েত ইত্যাদিতে অব্যাহত আছে পদ্মফুলের ঝড়। উল্লেখ্য,উজান অসমের বিভিন্ন স্থানে বিজেপি জয়যাত্ৰা অব্যাহত আছে।
অন্যদিকে নামনি অসম,বরাক উপত্যকায় বিভিন্ন জেলায় কংগ্ৰেস ও বিজেপি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যদিও প্ৰাপ্ত খবর অনু্যায়ী আঞ্চলিক দল অগপ,এআইইউডিএফ দলও পিছিয়ে নেই। কিন্তু নামনি অসমের কিছু কিছু এলাকায় এআইইউডিএফ-এর ভোটে থাবা বসিয়েছে রাজ্যের প্ৰধান বিরোধী দল কংগ্ৰেস। জানা গেছে,ডিব্ৰুগড়ের খোয়াং গ্ৰাম পঞ্চায়েতের ১০টি ওয়ার্ডে বিজেপির জয় লাভ,একটি পদে জয়ী হয়েছেন অগপ প্ৰার্থী। লাহোয়াল গ্ৰাম পঞ্চায়েতের ১০টি ওয়ার্ডে বিজেপি জয়ী হয়েছে। অন্যদিকে কছারিপথার গ্ৰাম পঞ্চায়েতে ১০টি ওয়ার্ডে বিজয়ী হয়েছে বিজেপি প্ৰার্থী। একইভাবে খনিকর গ্ৰামের ৭টি ওয়ার্ডে কংগ্ৰেস,দুটিতে বিজেপি এবমং একটিতে কংগ্ৰেস-বিজেপি সমান ভোট পেয়েছে।
বগিবিল পঞ্চায়েতে ৯টিতে বিজেপির দখলে,একটিতে কংগ্ৰেসের দখলে। লেঙেরি গ্ৰাম পঞ্চায়েতে ৬টি ওয়ার্ডে বিজেপি,৪টিতে কংগ্ৰেস প্ৰার্থী জয়ী হয়েছে। টেঙাখাট গ্ৰাম পঞ্চায়েতে ৫টি ওয়ার্ডে বিজেপি,৪টিতে কংগ্ৰেস এবং একটি অগপ প্ৰার্থী জয়ী হয়েছে। অন্যদিকে হাইলাকান্দি আইনাখাল গ্ৰাম পঞ্চায়েতর সভাপতি এবং আঞ্চলিক সদস্য পদের বিজেপি প্ৰার্থী জয়ী হ্জয়েছেন। সভাপতি পদে জয়ী শিব নারায়ন রবিদাস এবং আঞ্চলিক পঞ্চায়েত পদে চম্পা গোয়ালা জয়লাভ করেছে। ওই পঞ্চায়েতের ৭টি ওয়ার্ডের সদস্য পদে বিজেপি এবং তিনটিতে নির্দলীয় প্ৰার্থী জয়লাভ করেছে। উল্লেখ্য,প্ৰাক্তন কংগ্ৰেসী মন্ত্ৰী তথা বর্তমানের বিধায়ক রকিবুল হুসেনের গৃহ পঞ্চায়েত আমলখী গ্ৰাম পঞ্চায়েতের ৯টি ওয়ার্ডে বিজেপির প্ৰার্থী জয়ী হয়েছেন। শুধু তাই নয় খোদ রকিবুল হুসেইন ভোটদান করা ৪নম্বর ওয়ার্ডও বিজেপির দখলে। এদিকে সামুগুড়ি গ্ৰাম পঞ্চায়েতে সভানেত্ৰীর পদে বিজেপির প্ৰার্থী মনিকা হাজরিকা জয়ী হয়েছেন। এদিকে শদিয়ার কুণ্ডিল পঞ্চায়েতে এই পর্যন্ত ওয়ার্ড সদস্য পদে বিজেপি-র ৩ জন এবং কংগ্ৰেসের ২ জন প্ৰার্থী জয়ী হয়েছেন। ন-শদিয়া পঞ্চায়েতে ওয়ার্ড সদস্য পদে জয়ী হয়েছেন ৫ জন প্ৰার্থী,১ জন অগপ,৩ জন কংগ্ৰেস এবং ১ জন নির্দলীয় প্ৰার্থী।
হাইলাকান্দির রংপুর রামচণ্ডী জেলা পরিষদের আপিন রংপুর পঞ্চায়েত সভাপতি পদে জয়ী হয়েছেন নির্দলীয় প্ৰার্থী সালেহ আহমেদ চৌধুরী। আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে জয়ী হয়েছেন এআইইউডিএফ-এর বদরুল ইসলাম লস্কর। জোৎস্নাবাদ উমেদনগর গ্ৰাম পঞ্চায়েতের সভাপতি পদে জয় লাভ করেছেন বিজেপি প্ৰার্থী এম মেরী সিংহ। ওপর দিকে জেলাটির নিষ্কর পঞ্চায়েতের সভাপতি পদে রাজু রয় বিজেপি প্ৰার্থী হিসেবে জয়ী হয়েছেন। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়লাভ করেছেন বিজেপির আরাধনা রায়। গোয়ালপাড়া জেলায় বালিজানা গ্ৰাম পঞ্চায়েতে ১০নং ওয়ার্ডে মণিকা বরা(কংগ্ৰেস),৪নং ওয়ার্ডে টোকরাপাড়া জোৎস্না নাথ(বিজেপি),৯নং ওয়ার্ডে রখাপাড়ায় সবিনচন্দ্ৰ রাভা(বিজেপি),বঙ্গাইগাঁও জেলার মানিকপুর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদের অঞ্জিলা বেগম(কংগ্ৰেস),ডাংতোলা আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে কৃষ্ণা চৌধুরী(অগপ)জয়ী হয়েছেন।