রাজ্যের খবর
পঞ্চায়েত নির্বাচনে নিযুক্ত পুলিশ কর্মীর মৃত্যু করিমগঞ্জে
গুয়াহাটিঃ পঞ্চায়েত নির্বাচনে নিজের কর্তব্য সমাপ্ত করে ঘরে ফেরার পথে ১ জন পুলিশ কর্মীর মৃত্যু হয় বরাক উপত্যকার করিমগঞ্জে। চতুর্থ বাটেলিয়নে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন লীলা বরা(৫৫)নামের এক জওয়ান। করিমগঞ্জে নির্বাচনি কর্তব্য পালন করতে গিয়েছিলেন তিনি। জানা গেছে,শুক্ৰবার শারীরিক অসুস্থতার অনুভব করেন তিনি। ভর্তি করানো হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত পুলিশ কর্মীর ঘর গুয়াহাটির কইনাধরায়।