পঞ্চায়েত ভোটঃ টিকিট না পেয়ে সামগুড়িতে কংগ্ৰেসিদের বিক্ষোভ

বিশ্বনাথ এবং তিনসুকিয়ার মতো সামগুড়িতেও এখন কংগ্ৰেস কর্মীরা কংগ্ৰেস ভবনের আসবাবপত্ৰ পুড়িয়ে প্ৰাক্তন কংগ্ৰেসি মন্ত্ৰী এবং সামগুড়ির বিধায়ক রকিবুল হুসেনের বিরুদ্ধে প্ৰতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। সামগুড়ির বরমা এলাকায় বুধবার এই ঘটনা ঘটে। বিক্ষুব্ধ দলীয় কর্মীরা বিধায়ক রকিবুলের পোস্টার পুড়িয়ে ও ছিড়ে ফেলে এক উত্তাল পরিবেশের সৃষ্টি করেন।
বিক্ষুব্ধ কংগ্ৰেস কর্মীদের প্ৰতিবাদে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পঞ্চায়েত নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক,যোগ্য ও উপযুক্ত প্ৰার্থীদের বঞ্চিত করার প্ৰতিবাদেই দলীয় কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। দলীয় কর্মীদের একাংশ দাবি করেছেন,স্থানীয় একজন কংগ্ৰেস নেতা তথা শিক্ষক মালেক মাস্টার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ঘনিষ্ঠ সহযোগীদের টিকিট বণ্টনে জড়িত রয়েছেন। তাঁদের আরও অভিযোগ মালেক মাস্টার গোপনে টাকার বিনিময়ে টিকিট বণ্টন করছেন।
উল্লেখ্য,নগাঁওয়ের রূপহিহাটে মালেক টাকার বিনিময়ে আর্থিক লেনদেন চালাচ্ছেন বলে অভিযোগ। নগাঁওয়ের রূপহীহাট এলাকায় অনুরূপ ঘটনার খবর পাওয়া গিয়েছে। তবে রূপহীহাট পুলিশ যথাসময়ে বিষয়টিতে হস্তক্ষেপ করে পরিস্থিতি বাগে আনে।