Begin typing your search above and press return to search.

পঞ্চায়েত ভোটঃ দ্বিতীয় দিনও এগিয়ে আছে পদ্ম ফুল,দ্বিতীয় স্থানে কংগ্ৰেস

পঞ্চায়েত ভোটঃ দ্বিতীয় দিনও এগিয়ে আছে পদ্ম ফুল,দ্বিতীয় স্থানে কংগ্ৰেস

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 Dec 2018 8:29 AM GMT

অসমে পঞ্চায়েত নির্বাচনের গণনা জোর কদমে চলছে। প্ৰাপ্ত খবর অনু্যায়ী,এখনও পর্যন্ত পদ্ম ফুলের ঝড় অব্যাহত আছে। রাজ্যের বিভিন্ন প্ৰান্ত থেকে প্ৰাপ্ত খবর মতে,অধিকাংশ আসনেই গেরুয়া শিবিরের জয় জয়কার হয়। উল্লেখ্য,৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি ভরাডুবির পর অসমের পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য ফলে কিছুটা হলেও স্বস্তি পেল শাসক দলটি। এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল-২০১৬ ঘিরে যে সময়ে রাজ্য রাজনীতি তোলপার। এমনকি শাসক দলের বিরুদ্ধে নানারকমের প্ৰতিবাদী কার্যসূচী গড়ে উঠছিল। ঠিক তখনই উল্লেখিত বিতর্কে জর্জরিত অসমে পঞ্চায়েত ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। রাজ্যে প্ৰধান বিরোধী দল কংগ্ৰেস সহ অন্যান্য দলগুলির তুলনায় বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। আজ ভোট গণনার দ্বিতীয় দিন বেশ এগিয়ে রয়েছে বিজেপি।

গতকাল সকাল থেকে শুরু হওয়া ভোট গণনা খুব ধির গতিতে চলছে। যদিও সম্পূর্ণ শেষ হতে আরও অনেকটা সময় লাগবে। তবে আজ বিকেল থেকে ফলাফলের অধিকাংশ চিত্ৰটা প্ৰকাশ্যে চলে আসবে। এখনও পর্যন্ত প্ৰাপ্ত তথ্য অনু্যায়ী জেলা পরিষদের মোট ৪২০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৫০টি,কংগ্ৰেস ৭৬টি,অগপ ৩০টি,এআইইউডিএফ ১৯টি,অন্যান্য ৪টি আসন। অন্যদিকে আঞ্চলিক পঞ্চায়েতের মোট ২,১৯৯টি আসনের মধ্যে বিজেপি ৫৪৫টি,কংগ্ৰেস ৩৯১টি,অগপ ৭২টি,এআইইউডিএফ ৫১টি,অন্যান্য ৭১টি আসন পেয়েছে। এছাড়া গ্ৰাম পঞ্চায়েত সভাপতি পদে মোট ২,১৯৯টি-র মধ্যে বিজেপি ৬৬৯টি,কংগ্ৰেস ৪০৭টি,অগপ ৯৪টি,এআইইউডিএফ ৪৫টি,অন্যান্য ১১১টি-তে জয়ী হয়েছে। পাশাপাশি গ্ৰাম পঞ্চায়েত সদস্যের মোট ২১,৯৯০টি পদের মধ্যে বিজেপি ৩,২৮৭টি,কংগ্ৰেস ২,১৫১টি,অগপ ৪৫২,এআইইউডিএফ ২৭২ এবং অন্যান্য ৯৮৬ জন প্ৰার্থী বিজয়ের মালা পড়েছেন। তবে এর সংখ্যা আরও বাড়বে। এই মূহুর্ত পর্যন্ত ভোট গণনা চলছে।

অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে অগপ-র সঙ্গে নির্বাচনি মিত্ৰতা না হওয়ায় বিজেপি-র বিশেষ ক্ষতি হয়নি। বরং ভীষণভাবে ক্ষতিগ্ৰস্ত হয়েছে অগপ। খানিকতা লাভবান হয়েছে কংগ্ৰেস। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল নেতৃত্বাধীন বিজেপি জোট সরকারের অন্যতম শরিক দল অগপ আনুষ্ঠানিকভাবে মিত্ৰতা ভঙ্গ করে বিজেপিকে আক্ৰমণের লক্ষ করে নেওয়ার পাল্টা রাজনৈতিক আক্ৰমণের সঠিক জবাব দিয়েছে গেরুয়া শিবির। এরফলে পঞ্চায়েত নির্বাচনে ছিন্নভিন্ন হয়েছে বহু অগপ রথী-মহারথী-র দূর্গ। চুর্ণ-বিচুর্ণ হয়েছেন অগপ সভাপতি তথা মন্ত্ৰী অতুল বরা,প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত,মন্ত্ৰী কেশব মহন্ত,অগপ নেতা উৎপল দত্ত,পবিত্ৰ ডেকার দূর্গ।

তাছাড়া অগপ দলের শক্তিশালী এলাকা হিসেবে পরিচিত মাজুলী একনও পর্যন্ত গেরুয়া দলের কব্জায় রয়েছে। উল্লেখ্য,পঞ্চায়েত নির্বাচনে এই পর্যন্ত ঘোষিত ফলাফল অনু্যায়ী,অগপ সভাপতি অতুল বরার বিধানসভা কেন্দ্ৰ বোকাখাত,অগপ নেতা প্ৰফুল্ল মহন্তের বিধানসভা বঢ়মপুর,জলসম্পদ উন্নয়ন বিভাগের মন্ত্ৰী কেশব মনন্তের বিধানসভা কেন্দ্ৰ কলিয়াবর,উ্যয়পল দত্তের বিধানসভা কেন্দ্ৰ লখিমপুর ইত্যাদি কেন্দ্ৰে আঞ্চলিক দলটি ভরাডুবি হয়েছে। উত্থান হয়েছে পদ্ম ফুলের।

Next Story
সংবাদ শিরোনাম