পরমাণু নিরস্ত্ৰীকরণে সহমত কিম-ট্ৰাম্প

পরমাণু নিরস্ত্ৰীকরণে সহমত কিম-ট্ৰাম্প
Published on

সিঙ্গাপুরঃ কোরীয় প্ৰণালী এখন থেকে সম্পূর্ণ পরমাণু মুক্ত হচ্ছে। মার্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প ও উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম জংউন মঙ্গলবার সিঙ্গাপুরের এক ঐতিহাসিক বৈঠকে পরমাণু নিরস্ত্ৰীকরণে সহমত ব্যক্ত করায় দুদেশের বিবদমান সমস্ত সংঘাতের অবসান ঘটে। বৈঠকে দুদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হয়। বৈঠকে পিয়ংইয়ংকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন ট্ৰাম্প। দুদেশের মধ্যে সম্পর্কের উন্নাত ও দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করারও অঙ্গীকার করেছেন উভয় রাষ্ট্ৰপ্ৰধান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com