বাঘপথঃ ‘যারা একটা পরিবারের ভজনায় ব্যস্ত তাঁরা গণতন্ত্ৰের মর্যাদা দেবে কীভাবে’। রবিবার এভাবেই কংগ্ৰেসকে বিঁধলেন প্ৰধানমন্ত্ৰী মোদি। বাঘপথে ইস্টার্ন পেরিফিরেল এক্সপ্ৰেসের উদ্বোধন করে মোদি বলেন,কংগ্ৰেসের কাছে একটা পরিবারই দেশ,বিজেপির কাছে দেশটাই পরিবার। এর বিচার জনগণের হাতে।
পরিবার ভজনায় ব্যস্ত কংগ্ৰেস গণতন্ত্ৰকে মর্যাদা দিতে পারে নাঃ মোদি

Next Story