নামরূপঃ প্লাস্টিক দূষণ রোধকে থিম হিসেবে নিয়ে আসাম পেট্ৰোক্যামিকেলস লিমিটেড সম্প্ৰতি উৎসাহের সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস পালন করে। এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন এপিএল-এর ভাইস চেয়ারম্যান বিকুল ডেকা। দিনটির উদ্দেশ্য ব্যাখ্যা করে-বক্তব্য রাখেন সহকারী ম্যানেজার(সেফটি)জে বুড়াগোঁহাই।
Begin typing your search above and press return to search.