পর্যটক,দর্শকদের জন্য খুলে দেওয়া হলো কাজিরঙার দ্বার

পর্যটক,দর্শকদের জন্য খুলে দেওয়া হলো কাজিরঙার দ্বার
Published on

বিশ্বখ্যাত কাজিরঙা জাতীয় উদ্যানের দ্বার আজ খুলে দেওয়া হলো দেশী ও বিদেশি পর্যটকদের জন্য। আশা করা হচ্ছে প্ৰতি বছরের মতো এবারও কাজিরঙার অনুপম সৌন্দর্য ও পশু-পাখিদের দেখতে ভিড় জমাবেন দেশ বিদেশের পর্যটকরা। এবছর কাজিরঙা জাতীয় উদ্যানের দ্বার আনুষ্ঠানিকভাবে খুলে দেন রাজ্যের বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য। বনমন্ত্ৰী শুক্লবৈদ্য এদিন জাতীয় উদ্যানের কহরা ও বাগরি রেঞ্জ দুটোর দ্বার উন্মুক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন কৃষিমন্ত্ৰী অতুন বরা,জলসম্পদ মন্ত্ৰী কেশব মহন্ত,পর্য্টন নিগমের অধ্যক্ষ জয়ন্তমল্ল বরুয়া,রনোজ পেগু ও বন বিভাগের পদস্থ আধিকারিকরা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com