পর্যটনমন্ত্ৰী চন্দন ব্ৰহ্মর বিরুদ্ধে এফআইআর দাখিল

পর্যটনমন্ত্ৰী চন্দন ব্ৰহ্মর বিরুদ্ধে এফআইআর দাখিল
Published on

গুয়াহাটিঃ অসমের পর্যটনমন্ত্ৰী চন্দন ব্ৰহ্ম এক সমাবেশে দখলদারদের জমির পাট্টা দেওয়া হবে বলে মন্তব্য করার অভিযোগে তীব্ৰ প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। মন্ত্ৰীর ওই বিতর্কিত মন্তব্যের প্ৰেক্ষিতে ব্ৰহ্ম এবং আরও ১২ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দাখিল করেছেন শোণিতপুর জেলার ঢেকিয়াজুলির প্ৰখ্যাত পরিবেশবিদ দিলীপ নাথ।

এখানে উল্লেখ করা যেতে পারে যে মন্ত্ৰী ব্ৰহ্ম ঢেকিয়াজুলির বাতাসিপুর মিলন হাইস্কুলে এক সমাবেশে দখলদারদের জমির পাট্টা দেওয়া হবে বলে মন্তব্য করার অভি্যোগ রয়েছে। তাঁর ওই বিবৃতি স্থানীয় লোকেদের মধ্যে ক্ষোভ উসকে দেয়। ক্ষুদ্ধ জনগণ বলেন,মন্ত্ৰী এমন বিবৃতি দিয়ে একদিকে সোনাই-রূপাই অভয়ারণ্যের দখলদারদেরই কর্তৃত্ব দিয়েছেন। তাঁরা বলেন,এধরনের পদক্ষেপ ১৯৭২ সালের বনপ্ৰাণী সুরক্ষা আইনের পরিপন্থী। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় নাথ ফের উল্লেখ করেন,বিজেপি সরকারের অধীনে ভোট ব্যাংক সুরক্ষিত রাখতেই মন্ত্ৰী ব্ৰহ্ম এধরনের ষড়যন্ত্ৰের চেষ্টা করছেন।

বিজেপি সরকার ক্ষমতার অপব্যবহার করছে এবং লঙ্ঘন করছে বন আইন। সেই হেতু আমি ১২ জন আমলা ও মন্ত্ৰী ব্ৰহ্মর বিরুদ্ধে এফআইআর দাখিল করেছি’-উল্লেখ করেন নাথ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com