কলকাতাঃ ২০ বছর বয়সী এক যুবকের হাতে নির্দয়ভাবে ধর্ষণের শিকার হয়েছেন ১০০ বছরের এক বৃদ্ধা। পশ্চিমবঙ্গের নদিয়া অঞ্চলে ঘটেছে এই ন্যক্কারজনক ঘটনা। পুলিশ জানিয়েছে এখবর।
লজ্জাজনক এই ঘটনাটি ঘটে সোমবার রাতে। অর্ঘ্য বিশ্বাস ওরফে অভিজিৎ নামের ওই নরপিশাচ যুবকটিকে বৃদ্ধার আত্মীয়জন আটক করেছেন। মঙ্গলবার ঘটনা সংক্ৰান্তে একটি মামলা নথিভুক্ত করা হয়। চাকদা পুলিশ সদর দপ্তরের একজন আধিকারিক একথা জানান। অভিযুক্ত যুবকটি গঙ্গাপ্ৰসাদপুর অঞ্চলের বাসিন্দা। তাকে গ্ৰেপ্তার করা হয়েছে। ওদিকে হাসপাতালে বৃদ্ধাকে প্ৰয়োজনীয় চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।