Begin typing your search above and press return to search.

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্ৰচারে বাধা পেয়েছিঃ বিপ্লব দেব

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্ৰচারে বাধা পেয়েছিঃ বিপ্লব দেব

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 April 2019 1:36 PM GMT

আগরতলাঃ ‘পশ্চিমবঙ্গে নির্বাচনী প্ৰচার চালাতে ওই রাজ্যের তৃণমূল কংগ্ৰেস সরকার আমাকে বাধা দিয়েছে’। রবিবার ত্ৰিপুরায় মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব স্বয়ং এই অভিযোগ করেন। ‘পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আমাকে রোড শো করতে না দিয়ে ওই রাজ্যের তৃণমূল কংগ্ৰেস সরকার নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করেছে। রাজ্য প্ৰশাসন আমাদের কাজে রীতিমতো বাধা দিয়েছে’। কলকাতা থেকে ফিরে এখানে সাংবাদিকদের একথা বলেন বিপ্লব।

পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভার আসনের মধ্যে ২টি বর্তমানে গেরুয়া দলের হাতে রয়েছে। বিজেপি-র ত্ৰিপুরা রাজ্য সভাপতি দেব পাঁচদিন পশ্চিমবঙ্গে অবস্থানকালে বেশকটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছেন। তিনি দাবি করেন,এবার পশ্চিমবঙ্গে অধিকাংশ আসনে বিজেপি জিতবে।

‘সিন্ডিকেট রাজ,ক্যাডার রাজ এবং তৃণমূল কংগ্ৰেসের ক্ষমতার রাজনীতিতে পশ্চিম বাংলার মানুষ অতিষ্ঠ’-বলেন দেব।

Next Story
সংবাদ শিরোনাম