Begin typing your search above and press return to search.

পাকিস্তানকে নদীর জল দেওয়া আটকাচ্ছে ভারত

পাকিস্তানকে নদীর জল দেওয়া আটকাচ্ছে ভারত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Feb 2019 12:59 PM GMT

বাগপত/নয়াদিল্লিঃ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্ৰাসী হামলায় ৪০-এর বেশি সিআরপিএফ জওয়ান শহিদ হওয়ার পর পাকিস্তানের .বিরুদ্ধে কড়া অবস্থান অব্যাহত রেখেছে ভারত। ভারত ওই অঞ্চলের পুব প্ৰান্ত দিয়ে প্ৰবাহিত বিজ,সুতলেজ ও রবি নদীর জলের অংশ পাকিস্তানকে দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার।

‘প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন সরকার আমাদের কিছু নদীর জলের অংশ আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে,যা পাকিস্তানের বুক চিরে বয়ে যাচ্ছে। কেন্দ্ৰীয় ভূতল পরিবহণ ও জলসম্পদ দপ্তরের মন্ত্ৰী নীতিন গাড়করি এক টুইটে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। পূর্ব প্ৰান্তের নদীগুলির জলপ্ৰবাহের গতি ঘুরিয়ে দিয়ে তা জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবে সরবরাহ করা হবে। পাকিস্তান যাতে ভারতীয় জলের অংশ না পায় সেটা নিশ্চিত করতে দিল্লি এই পদক্ষেপ নিচ্ছে-বলেন গাড়করি।

অন্য এক টুইটে তিনি বলেন,শাহপুর-কান্দিতে রবি নদীর উপর বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া উঝ প্ৰকল্পে ভারতের জলের অংশ স্টোর করে রাখা হবে জম্মু ও কাশ্মীরে ব্যবহারের জন্য। বাকি জল রবি-বিজ লিংকের মাধ্যমে অন্যান্য রাজ্যে সরবরাহ করা হবে। তিনি বলেন,উল্লিখিত সব প্ৰকল্পকে রাষ্ট্ৰীয় প্ৰকল্প ঘোষণা করা হয়েছে। পুলওয়ামার ঘটনার পর পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেবারড ন্যাশনের তকমাও ভারত কেড়ে নিয়েছে। পাকিস্তান থেকে আমদানি করা সব সামগ্ৰীর ওপর ২০০ শতাংশ কর চাপানো হয়েছে। সন্ত্ৰাসে মদত দেওয়ার আভি্যোগে পাকিস্তানকে একঘরে করতে বিশ্বস্তরে চাপ সৃষ্টি করারও চেষ্টা চালাচ্ছে ভারত।

বাগপতে এক জনসভায় গাড়করি বলেন,দেশ ভাগের পর ওই অঞ্চলের তিনটি নদী ভারত পেলেও সেগুলির জল পাকিস্তান দিয়ে প্ৰবাহিত হচ্ছে।

এই নদীগুলির জলধারার গতি ফিরিয়ে যমুনায় নিয়ে আসা যাবে। এরফলে যমুনায় জলের মাত্ৰা বৃদ্ধি পাবে-বলেন তিনি।

Next Story
সংবাদ শিরোনাম