পাকিস্তানের প্ৰধানমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন ইমরান খান

পাকিস্তানের প্ৰধানমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন ইমরান খান
Published on

পাকিস্তানের ক্ৰিকেট কিংবদন্তি ইমরান খান আজ জীবনের এক নতুন ইনিংস শুরু করলেন। এই নতুন ইনিংস অবশ্য ক্ৰিকেটে নয়,পাকিস্তান শাসন ক্ষমতার রাশ কাঁধে তুলে নিয়েই শুরু হলো তাঁর এই ইনিংস। পাকিস্তানের ২২তম নতুন প্ৰধানমন্ত্ৰী হিসেবে আজ শপথ নিলেন ইমরান খান। ৩৪২ সদস্যের পাক সংসদের সাধারণ নির্বাচনে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ(পিটিআই)১৭৬টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে। আইন প্ৰণেতারা পাক সংসদের নিম্নকক্ষে শুক্ৰবার ইমরানকে প্ৰধানমন্ত্ৰী হিসেবে নির্বাচন করেন। প্ৰধানমন্ত্ৰী পদের জন্য প্ৰতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ বিরোধী প্ৰার্থী পাকিস্তান মুসলিম লিগ(নওয়াজ)দলের শেহবাজ শরিফকে পরাস্ত করেন ইমরান।

শপথ গ্ৰহণের সময় খানের পরিধানে ছিল ওয়েস্ট কোট ও পরম্পরাগত কালো শেরওয়ানি। মুখে ছিল প্ৰশান্তির হাসি। পাক প্ৰেসিডেন্ট মামনুন হুসেন তাঁকে গোপনীয়তা রক্ষার শপথবাক্য পাঠ করান। পবিত্ৰ কোরান পাঠ ও পাক জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় শপথ গ্ৰহণের পালা। শপথ গ্ৰহণ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসিম আক্ৰম,নবজোৎ সিং সিঁধু,চলচ্চিত্ৰ তারকা জাভেদ শেখ,সংগীতশিল্পী আবরারুল হক প্ৰমুখ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com