
জম্মু ও কাশ্মীরে পাক মদতপুষ্ট জঙ্গিরা অপহৃত তিন বিশেষ পুলিশ অফিসারকে(এসপিও)হত্যা করার ঘটনায় উপত্যকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই ঘটনার প্ৰেক্ষিতে পাকিস্তানের বিদেশ মন্ত্ৰীর সঙ্গে নির্ধারিত আলোচনা ভারত সরকার স্থগিত রেখেছে। কাশ্মীরে পুলিশ কর্মীর নৃশংস খুনের জন্য ভারত সরকার পাকিস্তানের প্ৰধানমন্ত্ৰীকে সরাসরি দায়ী করেছে। পাকিস্তান ইউএনজেএ-তে আলোচনার যে প্ৰস্তাব রেখেছে দুদেশের মধ্যে বৈঠকে তা আরও একটি প্ৰতিবন্ধকতার সৃষ্টি করেছে। এই দুটো বিষয়ের জন্য ভারতের বিদেশ মন্ত্ৰক আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ‘আমাদের নিরাপত্তারক্ষীদের হত্যার ঘটনা এবং সম্প্ৰতি পাকিস্তান যে ২০টি পোস্টেজ স্ট্যাম্প প্ৰকাশ করেছে তাতে সন্ত্ৰাস ও সন্ত্ৰাসীদের আশকারা দিয়েছে। তাই এরপর তাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনা সম্ভব নয়’-বলেন কেন্দ্ৰীয় বিদেশ মন্ত্ৰকের মুখপাত্ৰ রভিশ কুমার।