পাকিস্তানের সঙ্গে গঠনমূলক কাজে ব্ৰতী হতে চায় ভারত.ইমরানকে চিঠি মোদির

নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি প্ৰতিপক্ষ পাকিস্তানের নতুন প্ৰধানমন্ত্ৰী ইমরান খানকে লেখা এক চিঠিতে ইসলামাবাদের সঙ্গে গঠনমূলক কাজে ব্ৰতী হতে ভারতের সদিচ্ছার কথা ব্যক্ত করেছেন। পাকিস্তানের সঙ্গে একটা সুন্দর প্ৰতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে ভারত প্ৰতিশ্ৰুতিবদ্ধ। ভারতের মনোভাবের কথা জানিয়ে মোদি খানকে লিখেছেন,ইসলামাবাদের সঙ্গে একটা সদর্থক ও গঠনমূলক কাজে ব্ৰতী হতে চায় ভারত। তবে দ্বিপাক্ষিক আলোচনার কোনও প্ৰস্তাব নেই বলে পাকিস্তান এক দ্ৰুত স্পষ্টীকরণে উল্লেখ করেছে।
উপমহাদেশকে সন্ত্ৰাস ও হিংসামুক্ত করে শান্তির পরিবেশ ফেরাতে একটা সমদৃষ্টির অংশীদারিত্বের কথাও বলেছেন মোদি। তথ্যাভিজ্ঞ মহল নয়াদিল্লিতে বলেছে,পাকিস্তানের ২২তম প্ৰধানমন্ত্ৰী হিসেবে ইমরান খান শপথ নেওয়ার পরই মোদি তাঁকে অভিনন্দন জানিয়ে শনিবার চিঠিটি লিখেছেন। এই অঞ্চলের মানুষের কল্যাণে নতুন দিল্লি ও ইসলামাবাদের মধ্যে ভাল প্ৰতিবেশীসুলভ সম্পর্ক এবং সদর্থক ও গঠনমূলক কাজে লিপ্ত হতে ভারতের প্ৰতিশ্ৰুতির কথা উল্লেখ করেছেন মোদি।
গণতন্ত্ৰের প্ৰতি পাকিস্তানের মানুষের আস্থা জোরদার করতে পাক সরকার যত্ন নেবে বলে মনে করেন মোদি। শান্তি,নিরাপত্তা এবং সমৃদ্ধির স্বার্থে এবং উপ মহাদেশকে সন্ত্ৰাস ও হিংসামুক্ত করতে সমদৃষ্টিভঙ্গির অংশীদার হওয়া নিয়ে তাঁদের মধ্যে এর আগে টেলিফোনে যে কথাবার্তা হয়েছে সেকথাও মোদি চিঠিতে স্মরণ করেছেন। নতুন পাক বিদেশমন্ত্ৰী শাহ মাহমুদ কুরেশি মোদি আলোচনার প্ৰস্তাব দিয়েছেন বলে মন্তব্য দেওয়ার কথা ইসলামাবাদে বিদেশ মন্ত্ৰক অস্বীকার করেছে।