পাকিস্তানের ২২তম প্ৰধানমন্ত্ৰী নির্বাচিত ইমরান খান

পাকিস্তানের ২২তম প্ৰধানমন্ত্ৰী নির্বাচিত ইমরান খান

ইসলামাবাদঃ ক্ৰিকেটার থেকে রাজনীতিক হওয়া ৬৫ বছর বয়সী ইমরান খানকে শুক্ৰবার পাকিস্তানের ২২তম প্ৰধানমন্ত্ৰী হিসেবে নির্বাচন করেছে পাক জাতীয় সংসদ। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির(পিটিআই)সুপ্ৰিমো ইমরানের দল সদ্য সমাপ্ত জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে ১৭৬টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে। খানের বিরোধী দল শেহবাজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ(নওয়াজ)৯৬টি ভোট পায়। নিম্ন সদনের ২৭২টি আসনে ভোট হয়েছিল।

জাতীয় সংসদের অধ্যক্ষ আশাদ কাসের-এর মতে,খান শনিবার প্ৰধানমন্ত্ৰী পদে শপথ নিচ্ছেন। বিরোধী আইন প্ৰণেতাদের জোর শ্লোগান ও চিৎকার চেঁচামেচির মধ্যে খানকে নির্বাচন করা হয়। সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে বিরোধীরা। সদনের তৃতীয় বৃহত্তম দল পাকিস্তান পিপলস পার্টি(পিপিপি)নির্বাচনের একদিন আগে পিএমএলএন এবং অন্যান্য বিরোধীদের সঙ্গে জোট গড়ে প্ৰধানমন্ত্ৰী পদে শেহবাজ শরিফের প্ৰার্থিত্বের প্ৰতি সমর্থন তুলে নেয় এবং ভোট দানে বিরত থাকে। ডন অনলাইন রিপোর্টে একথা জানানো হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com