
পাকিস্তানে রবিবার রাতে দুটো যাত্ৰীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত ও ৪০ জন গুরুতর আহত হন। পাকিস্তানের পঞ্জাব প্ৰদেশের গজনি ঘাট এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের ১৩ জন মুলতানের একটি সম্প্ৰসারিত পরিবারের সদস্য। উদ্ধারকারীরা আহতদের সঙ্গে সঙ্গেই বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
পাক প্ৰধানমন্ত্ৰী ইমরান খান দুর্ঘটনায় নিহতদের প্ৰতি গভীর শোক প্ৰকাশ করেন। খান আহতরা যাতে সেরা চিকিৎসা সুবিধা প্ৰায় তার ব্যবস্থা করতে পুলিশ ও প্ৰশাসনকে নির্দেশ দিয়েছেন।