পাকিস্তানে মাইন বিস্ফোরণে নিহত ৬,আটকে আছেন ৮ জন

পাকিস্তানে মাইন বিস্ফোরণে নিহত ৬,আটকে আছেন ৮ জন
Published on

পাকিস্তানের বালুচিস্তান প্ৰদেশে খনি বিস্ফোরণে কমপক্ষে ৬জন মারা গেছেন। ৮ জন খনি শ্ৰমিক আটকা পড়েছেন। প্ৰাপ্ত রিপোর্ট অনুযায়ী,রবিবার শেষ বেলায় খনিতে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই ৬ জন প্ৰাণ হারান। খনিতে আটকে পড়া শ্ৰমিকদের উদ্ধারে উদ্ধারকারী ও ইমারজেন্সি দল নেমে পড়েছে। আটকে পড়া শ্ৰমিকরা গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খনিটি অত্যন্ত গভীর হওয়ায় উদ্ধারকারীরা আটকে পড়া শ্ৰমিকদের উদ্ধারে যথেষ্ট অসুবিধার মুখে পড়েছেন। তবে চেষ্টা চলছে আটকে পড়া শ্ৰমিকদের উদ্ধারে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com