পানাজিঃ মাঝ বয়সী এক অসমিয়া দম্পতিকে মঙ্গলবার এখানে একটি ভাড়া বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ অফিসার সুদেশ ভেলিপ বলেন,শ্ৰীমন্ত বরাকে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে এবং তাঁর স্ত্ৰী রিম্পি বরাকে বিছনায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পানাজির কাছে গোয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে মৃত্যুর কারণ জানতে।