গুয়াহাটিঃ পানীয় জল ভর্তি একটি ট্ৰাক আজ সকালে গুয়াহাটি কমার্স কলেজের সামনে উল্টে যায়। বাড়তি জলের বোঝা টানতে না পেরে মাঝ রাস্তায়ই ডিগবাজি খায় ট্ৰাকটি। ট্ৰাক উল্টে যাওয়ায় ওই পথে যাতায়াতকারী স্কুল,কলেজের ছাত্ৰছাত্ৰী,নিত্যযাত্ৰী এবং নিয়মিত অফিস যাত্ৰীরা দুর্ভোগের মুখে পড়েন,রাস্তায় প্ৰবল যানজটের সৃষ্টি হওয়ায়। যানবাহন নিয়ন্ত্ৰণ করা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ কমার্স কলেজ থেকে চান্দমারি পর্যন্ত অধিক বিকল্প পথ নেই। তাই যানবাহন রাজগড় রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু তাতে যানজট লেগেই থাকে।
Begin typing your search above and press return to search.