Begin typing your search above and press return to search.
পানীয় জল সরবরাহ হ্ৰাস করায় ভুগছেন গুয়াহাটির বাসিন্দারা

গুয়াহাটিঃ গুয়াহাটির বাসিন্দারা পানীয় জলের প্ৰচণ্ড অভাবে ভুগছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জল সরবরাহের পরিমাণ হ্ৰাস করার জন্যই দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে।কর্তৃপক্ষ শহরে প্ৰায় ৩৩ শতাংশ জল কম সররাহ করছেন। গুয়াহাটি মহানগরীতে দৈনিক সাধারণত ১০৭.৮৫ এমএলডি জল সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ৭২.৪ এমএলডিতে।
কর্তৃপক্ষ এর কারণ হিসেবে জানিয়েছেন,৮টি জলবরাহ প্ৰকল্পের মধ্যে পাঁচটি থেকে বর্তমানে জল সরবরাহ করা হচ্ছে নিয়মিতভাবে। জল সরবরাহের পুরনো সাতপুখুরি প্ৰকল্পটি চালু হয়েছিল ১৯৩০ সালে। এই প্ৰকল্পের জল সরবরাহের ক্ষমতা পরবর্তী সময়কালে ২২.৫ এমএলডি থেকে ১৭.৭৫ এমএলডিতে নেমে আসে। প্ৰাপ্ত রিপোর্ট অনুযায়ী গুয়াহাটি পুর নিগম(জিএমসি)৪১.২৫ এমএলডি,জিএমডিএ ৭.৫০ এমএলডি এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ২৩.৬৫ এমএলডি জল শহরের বাসিন্দাদের সরবরাহ করছে।
Next Story