পুরনো শরাইঘাট সেতু সংস্কারে রেলকে এখনও এনওসি ইস্যু করেনি দিশপুর

পুরনো শরাইঘাট সেতু সংস্কারে রেলকে এখনও এনওসি ইস্যু করেনি দিশপুর
Published on

গুয়াহাটিঃ গুয়াহাটিতে ব্ৰহ্মপুত্ৰ নদের ওপর থাকা পুরনো শরাইঘাট সেতু দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে গত তিনদিন ধরে। অথচ সেতু সংস্কারের কাজে হাত দেওয়া হয়নি এখনও পর্যন্ত। এরকারণ হিসেবে এনএফ রেলওয়ে সূত্ৰ বলেছে,সেতু মেরামতির জন্য দিশপুর এখন অবধি রেলকে নো অবজেকশন সার্টিফিকেট(এনওসি)ইস্যু করেনি।

এনএফ রেলের একজন কর্মকর্তার মতে,সেতুর সব কটি স্ল্যাব পাল্টে নতুন স্ল্যাব বসাতে হবে। এনএফ রেলের মতে,এই কাজের জন্য নিদেন পক্ষে তিন মাস সময় লেগে যাবে। দিশপুর এখনও পর্যন্ত এনওসি কেন ইস্যু করলো না সে সম্পর্কে জানতে চাওয়া হলে রেল সূত্ৰটি বলেছে,দিশপুর ট্ৰায়েল ভিত্তিতে বিষয়টি পরীক্ষা করছে। রেলের কর্মকর্তাটি আরও বলেন,এ কাজের জন্য খরচ হবে আনুমানিক ১০ কোটি টাকা।

এদিকে পুরনো শরাইঘাট সেতু দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় ওই এলাকায় প্ৰতিদিনই তীব্ৰ যানজটের সৃষ্টি হচ্ছে। ব্ৰহ্মপুত্ৰের ওপর দুটো সেতু চালু থাকাকালেও ওই এলাকায় যানজটের সমস্যা দেখা গিয়েছে। তাই পুরনো শরাইঘাট সেতু তিন মাস বন্ধ থাকলে ওই এলাকায় চলাচলের ক্ষেত্ৰে মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। অসমে প্ৰকল্প রূপায়ণের ক্ষেত্ৰে অর্থ ও সময় একটা নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই পুরনো শরাইঘাট সেতু সারাতে তিন মাসের বেশি সময় লাগলে যানবাহন চলাচলের ক্ষেত্ৰে আরও জটিল অবস্থায় সৃষ্টি হবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com