Begin typing your search above and press return to search.
পুলিশি তল্লাশিতে বাজেয়াপ্ত কাঠ বোঝাই ট্ৰাক

চোরা পথে মিজোরাম থেকে সেগুন কাঠ গুয়াহাটি আনার পথে পুলিশি তল্লাশিতে শনিবার আটক করা হল দুটি ট্ৰাক। ঘটনার বিবরণে প্ৰকাশ এদিন সকালে রাঙ্গিরশারী থানার সামনে পুলিশ আটক করেছে ওই দুটি সেগুন কাঠ বোঝাই ট্ৰাক।
একইসঙ্গে হারিয়ানার দুজন ট্ৰাক চালককে আটক করা হয়। ট্ৰাক দুটির নাম্বার হচ্ছে এইচআর ৭৩এ৬৪৫৩ এবং এইচআর৭৪এ৭৯১৩। জানা গেছে,পুলিশি তল্লাশিতে বাজেয়াপ্ত ওই সেগুন কাঠগুলো বাজার মূল্য হচ্ছে প্ৰায় ১০ লক্ষ টাকা।
Next Story