নাগাল্যান্ডের চিচামা গ্ৰামের পঞ্চম এনএপি সি-কয়-এর ইন্সপেক্টর লেফটেনাণ্ট নিপরটুয়ো মেটসি-ও-এর খুনের অভিযোগে উখরুলের সহস্ৰাধিক প্ৰতিবাদকারী গত ১৭ সেপ্টেম্বর এক প্ৰতিবাদ মিছিল বের করে। তংখুল সিভিল সোসাইটি এই মিছিল বের করে অভিযুক্ত খুনির বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে প্ৰশাসনের কাছে আর্জি জানায়। মিছিলের তরফে এক প্ৰেস বিবৃতিতে জানানো হয়েছে যে,ডাংরেজ জংশন এবং খারাসম জংশন এই দুটো পয়েণ্ট থেকে মিছিল বের করা হয় এবং টিএনএল গ্ৰাউন্ডে গিয়ে মিলিত হয়। প্ৰতিবাদকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল খুনিকে রাজ্যের আইন অনু্যায়ী শাস্তি দেওয়া হোক। মিছিলে অংশগ্ৰহণকারীরা মানবতা বিরোধী এই হত্যাকাণ্ডের কঠোর ভাষায় নিন্দা করেন।
Begin typing your search above and press return to search.