Begin typing your search above and press return to search.
পৃথক বরাকের দাবি ছাড়তে দত্তরায়কে বললেন মুখ্যমন্ত্ৰী

শিলচরঃ আকসার(এসিকেএইচএসএ)পৃথক বরাক রাজ্য গঠনের দাবি নিয়ে সংগঠনের সভাপতি তথা গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী প্ৰদীপ দত্তরায়কে দ্বিতীয়বার ভেবে দেখার ও দাবিটি পরিহার করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল।
মঙ্গলবার দত্তরায় এখানে সার্কিট হাউসে মুখ্যমন্ত্ৰীর সঙ্গে সাক্ষাৎকালে এনআরসি ইস্যু নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। কথা ওঠে নাগরিকত্ব বিল ও পৃথক বরাকের ইস্যু নিয়ে। সোনোয়াল তাঁকে বলেছেন,পৃথক বরাকের দাবি ওঠানোর সময় এটা নয়। দত্তরায় পরে বলেন,পৃথক বরাকের দাবি নিয়ে আমরা নিশ্চয়ই দ্বিতীয়বার ভাববো।
Next Story