Begin typing your search above and press return to search.

পৃথক বরাকের দাবি ছাড়তে দত্তরায়কে বললেন মুখ্যমন্ত্ৰী

পৃথক বরাকের দাবি ছাড়তে দত্তরায়কে বললেন মুখ্যমন্ত্ৰী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 July 2018 7:18 PM GMT

শিলচরঃ আকসার(এসিকেএইচএসএ)পৃথক বরাক রাজ্য গঠনের দাবি নিয়ে সংগঠনের সভাপতি তথা গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী প্ৰদীপ দত্তরায়কে দ্বিতীয়বার ভেবে দেখার ও দাবিটি পরিহার করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল।

মঙ্গলবার দত্তরায় এখানে সার্কিট হাউসে মুখ্যমন্ত্ৰীর সঙ্গে সাক্ষাৎকালে এনআরসি ইস্যু নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। কথা ওঠে নাগরিকত্ব বিল ও পৃথক বরাকের ইস্যু নিয়ে। সোনোয়াল তাঁকে বলেছেন,পৃথক বরাকের দাবি ওঠানোর সময় এটা নয়। দত্তরায় পরে বলেন,পৃথক বরাকের দাবি নিয়ে আমরা নিশ্চয়ই দ্বিতীয়বার ভাববো।

Next Story
সংবাদ শিরোনাম