পৃথক বোড়োল্যান্ড রাজ্য গঠনের দাবিতে কাজলগাঁওয়ে বোড়ো ছাত্ৰ সংস্থার বিশাল সমাবেশ

কোকরাঝাড়ঃ নিখিল বড়ো ছাত্ৰ সংস্থা(আবসু)কেন্দ্ৰীয় সরকারের কাছে জানতে চেয়েছে পৃথক বোড়োল্যান্ড রাজ্য গঠনের জন্য পাঁচ হাজারেরও বেশি বোড়ো মানুষের আত্ম বলিদান এবং ২৫ হাজারের বেশি কর্মীর কারাবাসের ঘটনা যদি পর্যাপ্ত না হয়,তাহলে আর কতটা ত্যাগ স্বীকার তাদের করতে হবে। পৃথক বোড়োল্যান্ড রাজ্য গঠনের দাবিতে ছাত্ৰ সংগঠনটি রবিবার চিরাং জেলার কাজলগাঁওয়ে এক বিশাল সমাবেশের আয়োজন করে। এনডিএফবি(পি)এবং পিজেএসিবিএম এই সমাবেশে অংশ নিয়ে আবসুর আন্দোলনের প্ৰতি সমর্থনের হাত বাড়িয়ে দেয়।
সমাবেশে বক্তব্য রেখে আবসু সভাপতি প্ৰমোদ বোড়ো পৃথক বোড়োল্যান্ড রাজ্য গঠনে নীতিগতভাবে কেন্দ্ৰকে একটা সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান। প্ৰস্তাবিত বোড়োল্যান্ড এলাকার বাইরে কার্বিআংলং ও ডিমা হাসাও জেলায় বসবাসকারী বোড়োদের ভূমি ও রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করারও দাবিও তুলেছেন ছাত্ৰ নেতাটি।
বোড়ো আরও বলেন,পৃথক রাজ্যের জন্য পাঁচ হাজারের বেশি বোড়ো ভাই,বোন জীবন দিয়েছেন। শতাধিক বোড়ো যুবতীকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। ২৫ হাজারের বেশি আন্দোলন সমর্থককে অবৈধভাবে জেলে পুরেছে প্ৰশাসন। ‘এই একই দাবিতে গত ৪০ বছর ধরে আমরা গণতান্ত্ৰিক ও শান্তিপূর্ণ পথে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছি। আমি প্ৰধানমন্ত্ৰী ও স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর কাছে জানতে চাইছি আমাদের আর কত জীবন দিতে হবে? ভারতীয় সংবিধানের ২ ও ৩ অনুচ্ছেদ অনু্যায়ী কতগুলি নতুন রাজ্য গঠিত হয়েছে। তাই বোড়োল্যান্ড রাজ্য গঠন কেন হতে পারে না’।