পৃথক বোড়োল্যান্ড রাজ্য ছাড়া অন্য কোনও সমাধান চায় না এনডিএফবি(পি)

পৃথক বোড়োল্যান্ড রাজ্য ছাড়া অন্য কোনও সমাধান চায় না এনডিএফবি(পি)
Published on

ওদালগুড়িঃ বিটিসিকে ইউনিয়ন টেরিটরিয়াল কাউন্সিল মঞ্জুর করতে কেন্দ্ৰীয় সরকার প্ৰস্তাব রাখার সমস্ত গুজব ও আশঙ্কাকে রবিবার তুড়িমেরে উড়িয়ে দিয়েছে ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ড প্ৰোগ্ৰেসিভ(এনডিএফবি-পি)।

এক প্ৰেস বিবৃতিতে এনডিএফবি(পি)-র তথ্য ও প্ৰচার সচিব এস সানজারং বলেন,কিছু ন্যস্ত স্বার্থান্বেষী মহল ও সাম্প্ৰদায়িক শক্তি প্ৰচার মাধ্যমে যে খবর প্ৰকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যে,ভিত্তিহীন এবং অমূলক। সংগঠনের তরফে বলা হয়েছে ‘বোড়োল্যান্ড রাজ্য গঠনই তাদের একমাত্ৰ উদ্দেশ্য। বোড়ো জনগণ বোড়োল্যান্ডের জন্যই লড়ছেন। ব্ৰহ্মপুত্ৰের উত্তর পাড়ে বসবাসকারী সব মানুষের জন্য পৃথক বোড়োল্যান্ড গঠনই সংগঠনের একমাত্ৰ লক্ষ্য। দেশ স্বাধীন হওয়ার পর গত ৭০ বছর ধরে এই অঞ্চলের মানুষ বঞ্চনা,দমন,বৈষম্য ও শোষণের শিকার হয়ে আসছেন,রাজ্য সরকারের চরম অবহেলার জন্য। সামাজিক-অর্থনৈতিক পরিকাঠামোর ক্ষেত্ৰেও অঞ্চলটি আজও পিছিয়ে রয়েছে। অঞ্চলটির অনগ্ৰসরতা কখনোই ঘুচবে না যতদিন অঞ্চলটি অসমের অংশ হিসেবে থাকবে’-উল্লেখ করা হয়েছে ওই প্ৰেছ বিবৃতিতে।

এনডিএফবি(পি) তাদের অবস্থান স্পষ্ট করে দিয়ে বলেছে,বোড়োল্যান্ড রাজ্য সৃষ্টি তাদের মূল উদ্দেশ্য। পৃথক বোড়োল্যান্ড ছাড়া অন্য কোনও সমাধান মেনে নেওয়া হবে না-বলেন সানজারং।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com