
লখিমপুরঃ দুর্নীতি বিরোধী যুবশক্তি অসম(এসিওয়াইএ)এর ধেমাজি শাখা জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধিতে তীব্ৰ ক্ষোভ প্ৰকাশ করেছে। সংগঠনটি জ্বালানির মূল্যে লাগাম পরাতে জন-বান্ধব পদক্ষেপ নেওয়ার জন্য প্ৰধানমন্ত্ৰী মোদির কাছে আর্জি জানায়। পেট্ৰোলের ওপর জিএসটি চাপানোর দাবি করেছে সংগঠন।