যোরহাটঃ জ্বালানির মূল্যবৃদ্ধির প্ৰতিবাদে অজাযুছাপ(এজেওয়াইসিপি)এবং অন্যান্য বেশকটি সংগঠন বুধবার শহরের এটি রোডে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,পেট্ৰোলিয়াম মন্ত্ৰী ধর্মেন্দ্ৰ প্ৰধানের কুশপুতুল পোড়ায়। সংগঠনের যোরহাট শাখার প্ৰধান রিতুল পাঠক বলেন,১৯-এর লোকসভা ভোটে অসম এর যোগ্য জবাব দেবে।
Begin typing your search above and press return to search.