Begin typing your search above and press return to search.

পেডম্যান সিনেমার আদর্শে অনুপ্ৰাণিত গোলাঘাটের গ্ৰাম

পেডম্যান সিনেমার আদর্শে অনুপ্ৰাণিত গোলাঘাটের গ্ৰাম

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Oct 2018 12:53 PM GMT

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত পেডম্যান সিনেমার আদর্শে অনুপ্ৰাণিত গোলাঘাট জেলার খুমটাইয়ের চিনাতলি হাবিচোয়া গ্ৰাম। এই গ্ৰামের একাংশ মহিলা সেনিটারি নেপকিন প্ৰস্তুত করে স্বাবলম্বিতার পথ বেছে নিয়েছেন। গ্ৰামের শিরোমনি নামের একটি গ্ৰামীণ মহিলা সংগঠন দিনরাত খেটে প্ৰস্তুত করছেন সেনিটারি নেপকিন।

গোলাঘাট জেলা গ্ৰাম উন্নয়ন(ডিআরডিএ)অধীনে অসম রাজ্য জীবিকা অভিযান প্ৰকল্পের অধীন ক্ষুদ্ৰ উদ্যোগটি স্থাপন করেন গ্ৰামের মহিলারা। সাত লক্ষ টাকা মূলধন নিয়ে মহিলারা এই উদ্যোগটি গড়ে তোলেন। প্ৰায় দেড় লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্ৰ এবং আরও দেড়লাখ টাকার কাচা সামগ্ৰী ক্ৰয় করে এই উদ্যোগ শুরু করেছেন তারা। রাজ্যের বাইরে থেকে আসা সেনিটারি নেপকিনের পরিবর্তে এই নেপকিন এখনও উপলব্ধ গোলাঘাটের বাজারে। শনিবার চিনাতলি গ্ৰামে গড়ে ওঠা মহিলাদের এই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অসম রাজ্য গ্ৰামীণ জীবিকা অভিযানের রাজ্য সঞ্চালিকা নন্দিতা হাজরিকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাঘাটের জেলাশাসক গৌরব বোত্ৰা।

Next Story
সংবাদ শিরোনাম