গুয়াহাটিঃ ৭২তম স্বাধীনতা দিবসে রাজ্য সরকার অসম পেনশন প্ৰকল্পের অধীনে অবসরপ্ৰাপ্ত ২০ জন প্ৰবীণ সাংবাদিককে পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছে সোমবার। পেনশনের জন্য যে ২০ জন অবসরপ্ৰাপ্ত সাংবাদিকের নাম ঘোষণা করা হয়েছে তাঁরা প্ৰত্যেকে প্ৰতিমাসে ৮ হাজার টাকা করে পাবেন। এই ব্যবস্থা কার্যকর হচ্ছে ২০১৮-র ১ এপ্ৰিল থেকে। এক সরকারি বিবৃতিতে একথা জানানো হয়।
যাঁরা পেনশনের জন্য নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন বীণা চৌধুরী(কামরূপ মেট্ৰো),রূপা চলিহা(তিনসুকিয়া),নগেন বরা(কার্বি আংলং),অমিতাভ বরুয়া(বিশ্বনাথ),বিনয় ভূষণ চৌধুরী(কোকরাঝাড়),হরনুল রশিদ(উত্তর লখিমপুর),প্ৰদীপ দত্ত(শিবসাগর),মনোরম বরুয়া(যোরহাট),নৌদুতা তালুকদার(নলবাড়ি),মৃণাল মল্ল পাটোয়ারি(বরপেটা),জ্যোতিরিন্দ্ৰলাল গোস্বামী(করিমগঞ্জ),ধনী বরা (কামরূপ মেট্ৰো)উপেন চন্দ্ৰ ডেকা(মরিগাঁও),অরুণ লোচন দাস(কামরূপ মেট্ৰো),পরেশ চন্দ্ৰ দত্ত(কাছাড়),প্ৰফুল্ল কুমার শর্মা(ডিব্ৰুগড়),হেমন্ত বর্মন(কামরূপ মেট্ৰো),পার্থ প্ৰতিম বরুয়া(কামরূপ মেট্ৰো),দেবব্ৰত লহকর(কামরূপ মেট্ৰো) এবং মুকুল কলিতা(কামরূপ মেট্ৰো)।