ফিফা বিশ্বকাপে গ্ৰুপ-সি-র অন্য ম্যাচে অস্ট্ৰেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েই এবারের মতো বিদায় নিল পেরু। সোচির ফিস্ট স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে পেরু ২-০ গোলে অস্ট্ৰেলিয়াকে হারায়। বিশ্বকাপে অস্ট্ৰেলিয়ার অভিযানও এখানেই শেষ হয়ে গেল। অস্ট্ৰেলিয়া ১৬তে যাওয়ার একটা ক্ষীণ আশা জাগিয়ে রেখেছিল ঠিকই। কিন্তু পেরু ওই আশায় ঠাণ্ডা জল ঢেলে দিল। আন্দ্ৰে কার্লিওস-এর ১৮ মিনিটের ভলি পেরুকে ১-০ লিড এনে দেয়। এরপর ৫০ মিনিটে পাওলো গুয়েরো আরও একটি গোল করে দলকে এগিয়ে নেন। অস্ট্ৰেলিয়া প্ৰতিপক্ষের গোলপোস্টে বার বার আক্ৰমণ শানিয়েও খাতা খুলতে পারেনি।